ETV Bharat / bharat

সরস্বতী পুজো করতে দেয় না, বাংলাকে পাকিস্তান বানিয়ে ফেলেছে : লকেট

author img

By

Published : Feb 4, 2020, 5:10 PM IST

Updated : Feb 4, 2020, 7:00 PM IST

locket
লকেট

তোষণের রাজনীতি করেন । সরস্বতী পুজো করতে দেন না । আজ সংসদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি ।

দিল্লি, 4 ফেব্রুয়ারি : সংসদে পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে সরস্বতী পুজো করতে দেয় না বলে অভিযোগ তুললেন তিনি । জ়িরো আওয়ারে তিনি বলেন, মমতা তোষণের রাজনীতি করেন । বাংলাকে পাকিস্তান বানিয়ে ফেলেছে মমতার সরকার ।

সংসদে বাজেট অধিবেশনের আজ চতুর্থ দিন । আজ বক্তব্য রাখার সময় লকেট চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের কথা তুলে ধরেন । নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর থেকেই তার বিরোধিতা করেছেন মমতা বন্দোপাধ্যায় । কখনও সভা করেছেন আবার কখনও প্রতিবাদ মিছিলে হেঁটেছেন । সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, "CAA-প্রতিবাদ আসলে তোষণের রাজনীতি ।"

আরও পড়ুন : চতুর্থ দিনের শুরুতেই তপ্ত লোকসভা

লকেট চট্টোপাধ্যায় বলেন , "বাচ্চাদের সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি । পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরস্বতী পুজো করতে দেয় না । কলকাতায় সরস্বতী পুজো হয় কিন্তু গ্রামের দিকে হয় না । মুর্শিদাবাদে তৃণমূলের দুষ্কৃতীরা ঘরে ঢুকে যায় ও আল্পনা দিতে দেয় না । পুজোমণ্ডপ ভেঙে ফেলেছে । বাংলায় হিন্দুদের অবস্থা পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের মতো । পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানিয়ে ফেলেছে মমতার সরকার । তৃণমূল গণতন্ত্রের কথা বলে অথচ পুজো করতে দেয় না । "

সংসদে কী বললেন লকেট
New Delhi, Feb 03, (ANI): Deputy Prime Minister and Minister of State for Defence Affairs of Qatar, Dr. Khalid Bin Mohammed Al Attiyah received guard of honour at South Block lawns in Delhi on February 04. Mohammed Al Attiyah also met Defence Minister Rajnath Singh and held a meeting at South Block. Chief Defence Staff (CDS) General Bipin Rawat, Army Chief General MM Naravane and Navy Chief Admiral Karambir Singh were present in the meeting.
Last Updated :Feb 4, 2020, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.