ETV Bharat / bharat

রাতেই দেশে ফিরছেন মালিয়া ?

author img

By

Published : Jun 3, 2020, 9:41 PM IST

Updated : Jun 3, 2020, 10:38 PM IST

মালিয়া যদি আজ রাতের মধ্যেই মুম্বই পৌঁছন, তাহলে CBI-র দপ্তরে কিছুটা সময় কাটাতে হবে তাঁকে । কাল আদালতে পেশ করা হবে ।

বিজয় মাল্য
বিজয় মাল্য

মুম্বই, 3 জুন : রাতেই দেশে ফিরতে পারেন বিজয়মালিয়া । তদন্তকারী সংস্থা সূত্রে খবর এমনই । প্রথমে মুম্বই পৌঁছবেন তিনি । কারণসেখানেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল ।

প্রথমেমুম্বই বিমান বন্দরে স্বাস্থ্যপরীক্ষা করা হবে তাঁর । পরে CBI ED-র আধিকারিকদের সঙ্গে গন্তব্যে পৌঁছবেনতিনি । তদন্তকারী সংস্থা সূত্রে খবর, যদি আজ রাতের মধ্যেই মুম্বই পৌঁছান, তাহলে CBI-র দপ্তরে কিছুটা সময় কাটাতে হবে তাঁকে। কাল তাঁকে আদালতে পেশ করা হবে । আর যদি আগামীকাল ফেরেন, সেক্ষেত্রে তাঁকে সরাসরি আদালতে পেশকরা হবে । আদালতে তাঁকে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে CBI একই পথে হাঁটবে ED-ও ।

2018 সালেরঅগাস্টে মালিয়ার শুনানি চলাকালীন ব্রিটেন আদালতের তরফে ভারতীয় তদন্তকারীসংস্থাগুলিকে জিজ্ঞেস করা হয়েছিল, দেশে প্রত্যপর্ণের পর কোথায় রাখা হবে মালিয়াকে । তখনইতদন্তকারী সংস্থাগুলি জানিয়ে দিয়েছিল মুম্বাইয়ের আর্থার রোড সংলগ্ন সংশোধনাগারেরএকটি সেলে রাখা হবে তাঁকে । সেই সংক্রান্ত একটি ভিডিয়োও দেখিয়েছিল তদন্তকারীসংস্থাগুলি । আর্থার রোডের এই সংশোধনাগারের সঙ্গে অনেক কুখ্যাত নাম জড়িয়ে রয়েছে ।মুম্বই হামলার আজমল কাসভ, আবুসালেম, ছোটারাজন, পিটার মুখোপাধ্যায়থেকে শুরু করে PNB ব্যাঙ্কজালিয়াতি কেসে যুক্ত বিপুল আম্বানি, অনেকেই এখানে কারাবাস করেছেন-করছেন ।এখানেই কারাবাস করতে পারেন মালিয়া ।

বিজয়মালিয়ার বিরুদ্ধে অভিযোগ, প্রায় 9 হাজার কোটি টাকা ব্যাঙ্ক ঋণ না মিটিয়েদেশ ছেড়ে ব্রিটেনে পালিয়েছিলেন তিনি । পরে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়াশুরু করার জন্য সে দেশের সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন জানায় CBI ED সেই শুনানিতে বিজয় মালিয়াকেপ্রত্যর্পণের নির্দেশ দেয় ব্রিটেনের নিম্ন আদালত । এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করেউচ্চ আদালতে যান বিজয় মালিয়া । সেখানে তার শুনানি চলে বিচারপতি স্টিফেন ইরউইন ওবিচারপতি এলিজ়াবেথ লেইং-এর বেঞ্চে । কিন্তু মালিয়ার আবেদন খারিজ করে দেয়ব্রিটেনের উচ্চ আদালত । সেখান থেকেই শুরু হয় তাঁকে ভারতে ফেরানোর প্রক্রিয়ার ।

Last Updated : Jun 3, 2020, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.