ETV Bharat / bharat

বিজয় মালিয়ার আবেদন খারিজ লন্ডন হাইকোর্টে

author img

By

Published : Apr 21, 2020, 12:11 AM IST

Updated : Apr 21, 2020, 12:39 AM IST

2018 সালে বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় ব্রিটেনের এক নিম্ন আদালত । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই লন্ডনের হাইকোর্টে গিয়েছিলেন তিনি । তাঁর সেই আবেদন খারিজ করে দিল আদালত ।

Vijay Mallya Loses High Court Appeal Against Extradition, Over To UK Government
লন্ডনের হাইকোর্টে বিজয় মালিয়ার আপিল বরখাস্ত

লন্ডন , 20 এপ্রিল : প্রত্যর্পণের বিরুদ্ধে লন্ডনের হাইকোর্টে গিয়েছিলেন বিজয় মালিয়া । কিন্তু, তাঁর আবেদন খারিজ করে দিল আদালত । 2018 সালে তাঁকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় সেখানকার এক নিম্ন আদালত ।

অভিযোগ, প্রায় 9 হাজার কোটি টাকা ব্যাঙ্ক ঋণ না মিটিয়েই ব্রিটেনে পালিয়েছিলেন বিজয় মালিয়া ৷ তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সেদেশের সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন জানায় CBI ও ED । সেই শুনানিতে বিজয় মালিয়াকে প্রত্যর্পণের নির্দেশ দেয় নিম্ন আদালত ।

এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান বিজয় মালিয়া । আজ তার শুনানি ছিল বিচারপতি স্টিফেন ইরউইন ও বিচারপতি এলিজ়াবেথ লেইং-এর বেঞ্চে । সেখানেই মালিয়ার আবেদন খারিজ করে তারা জানায়, একাধিক ক্ষেত্রে ভারতের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে ।

এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 14 দিনের মধ্যে বিজয় মালিয়া সুপ্রিম কোর্টে যেতে পারেন । আর সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে গেলে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করতে পারে ভারত ।

কয়েকদিন আগে টুইটারে বিজয় মালিয়া লিখেছিলেন, "ভারতীয় ব্যাঙ্কগুলি টাকা ফেরত পেতে ইচ্ছুক নয় । ED-ও কথা শুনছে না । এখন ভরসা অর্থ মন্ত্রক ।"

Last Updated : Apr 21, 2020, 12:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.