ETV Bharat / bharat

অসমের অভয়ারণ্যে খোঁজ মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের 2 শাবকের

author img

By

Published : Jul 27, 2020, 11:14 PM IST

Assam royal bengal tiger
Assam royal bengal tiger

অসমের নগাওঁ জেলার লাওখোয়া বুরহাচাপড়ি অভয়ারণ্যে সম্প্রতি দুটি রয়্যাল বেঙ্গল টাইগারের শাবকের খোঁজ মিলল। কাজিরাঙা জাতীয় উদ্যান ও টাইগার রিজ়ার্ভের তরফে টুইট করে একথা জানানো হয়েছে ।

ভুবনেশ্বর, 27 জুলাই : মে মাস থেকে বন্যায় বিধ্বস্ত অসম । হাজার হাজার মানুষ ঘরছাড়া । মৃত্যু হয়েছে অনেকের । একাধিক বন্যপ্রাণীরও মৃত্যু হয়েছে । এরই মাঝে খুশির খবর দেওয়া হল নগাওঁ জেলার লাওখোয়া বুরহাচাপড়ি অভয়ারণ্যের তরফে । কাজিরাঙা জাতীয় উদ্যান ও টাইগার রিজ়ার্ভের তরফে টুইট করে জানানো হল নতুন অতিথির আগমনের কথা।

কাজিরাঙা জাতীয় উদ্যান ও টাইগার রিজ়ার্ভের তরফে টুইটারে লেখা হয়, "গর্জন আরও বাড়ছে"। আধিকারিকরা জানান, সম্প্রতি ক্যামেরায় দুটি রয়্যাল বেঙ্গল টাইগারের শাবক ধরা পড়েছে । শাবক দুটির বয়স এক থেকে দু'বছরের মধ্যে এবং ছবিতে তাদের লিঙ্গ স্পষ্ট নয়।

অভয়ারণ্যের এক আধিকারিক বলেন, "ক্যামেরা ট্র্যাপে সম্প্রতি দুটি শাবক ধরা পড়েছে। এর ফলে উত্তর-পূর্ব ভারতে বাঘের প্রজনন ক্ষেত্রগুলির মধ্যে লাওখোয়া- বুরহাচাপড়িও চিহ্নিত হয়েছে । বাঘেরা মূলত অস্থির পরিবেশে প্রজনন করে না। সম্প্রতি এই দুই শাবকের অস্তিত্ব মেলায় বোঝা যাচ্ছে এই অভয়ারণ্যের সংরক্ষণ পরিস্থিতি বিগত এক দশকের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। "

তিনি জানান, 2013 সালের ফেব্রুয়ারিতে কাজিরাঙা টাইগার রিজ়ার্ভের লাওখোয়া বুরহাচাপড়ি বাফার কমপ্লেক্স এলাকায় ক্যামেরা বসিয়ে প্রথম রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব সম্পর্কে জানা যায়। জানা যায়, ওই পূর্ণবয়স্ক মহিলা বাঘটি কাজিরাঙা জাতীয় উদ্যানের পূর্ব অংশ থেকে লাওখোয়া- বুরহাচাপড়ি অঞ্চলে এসেছে। এরপরই এই অঞ্চলকে বাঘের বাসস্থান হিসেবে চিহ্নিত করা হয়।

সম্প্রতি নগাওঁ বন্যপ্রাণী বিভাগের তরফে একাধিক স্বেচ্ছাসেবক ও গবেষকের সাহায্য নিয়ে সুমারি শুরু করা হয়। জঙ্গলের বিভিন্ন প্রান্তে বসানো ক্যামেরাতেই ধরা পড়ে দুই শাবক সহ মা বাঘটি । ক্যামেরায় মোট চারটি বাঘের অস্তিত্ব ধরা পড়েছে । ফলে মনে করা হচ্ছে, মহিলা বাঘটি ছাড়াও একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘও উপস্থিত রয়েছে ওই এলাকায়। অভয়ারণ্যের আধিকারিক জানান, বন্যার জল নেমে যাওয়ার পর ভালোভাবে সুমারি করলে প্রতিটি বাঘের সঠিক চিত্র পাওয়া যাবে।

অসমের বন্যায় মানুষের পাশাপাশি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য গুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। একশৃঙ্গ গন্ডার, হরিণ সহ প্রায় 130টিরও বেশি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। কাজিরাঙা জাতীয় উদ্যান ও লাওখোয়া-বুরহাচাপড়ি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের 85 শতাংশেরও বেশি অংশ বন্যায় প্লাবিত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.