ETV Bharat / bharat

ওজন মাত্র সাড়ে পাঁচ কেজি, 20 মিনিটের মধ্যে অ্যান্টিবডি নির্ণয় করবে এই নতুন মেশিন

author img

By

Published : May 23, 2020, 5:14 PM IST

জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় এবং তোকেশি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ প্রচেষ্টায় ভাইরাস নির্ধারণে যে পোর্টেবল অ্যানালাইজ়ার তৈরি করা হয়েছে তার সাহায্যে অ্যান্টিবডি দ্রুত, সহজ এবং নির্ভুল নির্ণয় করা সম্ভব ।

new technology
new technology

টোকিয়ো, 23 মে: গবেষকদের চেষ্টায় মাত্র 20 মিনিটেই রক্ত বা সেরামের নমুনা থেকে অ্যান্টি-অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অ্যান্টিবডি নির্ণয় করা সম্ভব হয়েছে । একটি পোর্টেবল অ্যানালাইজারের মাধ্যমে বাইরে গিয়ে এই র‍্যাপিড টেস্ট সম্ভব হয়েছে । নতুন এই প্রযুক্তি COVID-19-এর কার্যকারক ভাইরাস SARS-CoV-2-এর বিরদ্ধে অ্যান্টিবডি চেনার কাজে লাগবে বলে মনে করছেন গবেষকরা । এই মাইক্রোফ্লুয়েডিক ডিভাইসে 2 μL সেরাম যুক্ত ∼20 μL নমুনাগুলি প্রয়োগ করা যাবে । এই নতুন প্রযুক্তি তৈরি করেছে জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও পড়ুয়ারা ।

এখনও পর্যন্ত কোরোনা পরীক্ষার যে পদ্ধতি চালু তাকে বলা হয় PCR বা polymerase chain reaction বলা হয় । এটি রোগীর গলা বা নাক থেকে নেওয়া সোয়াবের মধ্যে থাকা Sars-CoV-2 ভাইরাসকে চিনতে পারে । সাধারণত পলিমার্স চেইন রিয়েকশন বা PCR পদ্ধতি ভাইরাসের জিন নির্ণয় করতে কাজে লাগে । এই পদ্ধতি বেশ জটিল এবং সময়সাপেক্ষ । PCR পদ্ধতিতে টেস্টের জন্য সময় লাগত পারে 5 ঘণ্টা বা তারও বেশি । আরও একটি পদ্ধতি হল অ্যান্টিবডি টেস্ট । এই পদ্ধতিতে ভাইরাস ইনফেকশনের প্রতিক্রিয়া হিসেবে শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডিকে চেনা যায় । কিন্তু এই বহুল ব্যবহৃত অ্যান্টিবডি নির্ণয় করার পদ্ধতি সবসময় ঠিক নাও হতে পারে । কারণ অ্যান্টিবডির অস্তিত্ব সাধারণত দৃষ্টিশক্তি দিয়ে নির্ধারিত হয় ।

জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ প্রচেষ্টায় ভাইরাস নির্ধারণে যে পোর্টেবল অ্যানালাইজ়ার তৈরি করা হয়েছে তার সাহায্যে অ্যান্টিবডি দ্রুত, সহজ এবং নির্ভুল নির্ণয় করা সম্ভব । এই পদ্ধতিটি ফ্লুরোসেন্স পোলারাইজেশন ইমিউনোঅ্যাসে বা FPIA পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি হলেও মেশিনটি আকারে খুবই ছোট এবং বহনযোগ্য । এটির ওজন মাত্র 5.5 কেজি । এই মাইক্রোফ্লুয়েডিক ডিভাইস একটি অপটিক্যাল সিস্টেম, একটি তরল স্ফটিক, একটি ইমেজ সেন্সর যুক্ত । যার সাহায্যে একাধিক নমুনার দ্রুত ফলাফল নির্ধারণ করা সম্ভব । এই মেশিনটি তৈরির পিছনে রয়েছে হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান এবং ইঞ্জিনিয়াংরিংয়ের পড়ুয়াদের একটি দল । ওই দলের মধ্যে কেইনি নিশিয়ামা নামে এক ডাক্তারি পড়ুয়াও রয়েছেন । এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিংয়ারিংয়ের ফ্যাকাল্টি প্রফেসর মানাবু তোকেশিও এই আবিষ্কারের সঙ্গে জড়িত রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.