ETV Bharat / bharat

হাসপাতালের অমানবিকতা

author img

By

Published : Aug 11, 2020, 10:54 PM IST

দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে কোরোনা ৷ কোরোনা রোগীদের সঙ্গে অমানবিক আচরণ করছে হাসপাতালগুলি ৷ এমনই অভিযোগ বারবার উঠছে ৷ এই সংকটের সময় মোটা টাকার বিল ধরাচ্ছে বেসরকারি হাসপাতালগুলি ৷ মানুষকে চিকিৎসার খরচ জোগাতে ঋণ করতে হচ্ছে ৷

corona
কোরোনা দ্রুত ছড়িয়ে পড়ছে

দরিদ্ররা কাছের ও প্রিয় মানুষের জীবন বাঁচানোর চিকিৎসা খরচ কোনও ভাবে যোগাড় করতে ঋণ নিচ্ছে ৷ এমন একটি পরিস্থিতিতে কোরোনা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আতঙ্ক তৈরি করছে ৷ যদি কোরোনা রোগীরা ভরতি হয়, তাহলে হাসপাতালগুলি অনেক বেশি টাকা দাবি করছে ৷ কোরোনা সংকটের মধ্যে এই ধরনের শোষণ হাসপাতালের অমানবিক দিকটা সামনে তুলে ধরছে ৷ হাসপাতাল, যাকে স্বাস্থ্যের মন্দির হিসেবে দেখা হয়, সেটা যদি লুঠপাটের জায়গা হয়ে দাঁড়ায়, তাহলে এই কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে জয় আসবে কী করে ?

অর্থনৈতিক উৎস অনুমতি না দিলেও নিজেদের মানুষকে বাঁচানোর জন্য ঋণ নিয়ে প্রতি বছর ছয় কোটি মানুষ দারিদ্রের কবলে পড়ছেন ৷ ওই মানুষদের নিজেদের রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ আর সরকারের উচিত তাঁদের রক্ষা করতে দ্রুত এবং কার্যকরী চিকিৎসার ব্যবস্থা করা ৷ কারণ, 40 হাজার মানুষ এই সংক্রমণে ইতিমধ্যেই মারা গিয়েছেন ৷ আর 19 লাখ এখন পজিটি়ভ ৷ সরকার প্রথমে কোভিডের চিকিৎসা সরকারি হাসপাতালেই সীমাবদ্ধ রেখেছিল ৷ কিন্তু পরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় বেসরকারি হাসপাতালগুলিতেও কোভিডের চিকিৎসার ছাড়পত্র দিয়েছে ৷ মে মাসের তৃতীয় সপ্তাহে তেলাঙ্গানা উচ্চ আদালত স্পষ্ট করে দেয় যে স্বাস্থ্য হল মানুষের মৌলিক অধিকার ৷ আর কোথায় কে চিকিৎসা করাবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা প্রত্যেকের থাকা উচিত ৷

কিন্তু বেসরকারি হাসপাতাল নিয়ে উষ্মা প্রকাশ করার জন্য তেলাঙ্গানা উচ্চ আদালতের কাছে অনেক জোরদার কারণ রয়েছে ৷

‘নগদ’ হাসপাতাল...

যখন সরকার বলছে যে সরকারি হাসপাতালগুলিতে শয্যা খালি রয়েছে এবং চিকিৎসা পুরো বিনামূল্যে হবে, তখন বেসরকারি হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়া যাবে এই আশায় হাজার হাজার পরিবার সেই লক্ষ্যে এগিয়ে চলেছে ৷ লাখ লাখ টাকার বিল, স্বাস্থ্যবিমা নিতে অস্বীকার করা, কালো টাকার দাবি এবং টাকা না দিলে মৃতদেহ ছাড়তে অস্বীকার করার ঘটনা খুবই জঘন্য ৷ এই ব্যবহারের ফলে বেসরকারি হাসপাতালগুলি কার্যত ‘নগদ’ টাকা তৈরির যন্ত্রে পরিণত হয়েছে ৷ এই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় ৷ আর তা উচ্চ আদালতের নজরে আসায় তাদের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়েছে ৷ সরকারও এই বিষয়গুলি নিয়ে চিন্তিত ৷ কারণ, যে হাসপাতালগুলি বিনামূল্যে বা কম দামে জমি পেয়েছে, তাদের সমাজের প্রান্তিক স্তরে থাকা মানুষের কিছু অংশকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ৷ কিন্তু তারা তাদের সেই প্রতিশ্রুতি রাখছে না ৷ কোরোনার বিরুদ্ধে যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করার জন্য চিকিৎসকরা এখন দেশজুড়ে সম্মানিত হচ্ছেন ৷ এখন তাঁদের আত্মসমীক্ষা করার সময় এসেছে ৷

যুক্তিসঙ্গত দাম সহ ...

চিকিৎসা পরিষেবা দেওয়া কোনও ব্যবসা নয়, যেখানে চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দাম বাড়িয়ে দিতে পারেন ৷ আবার একই সময়ে কেউই এটা চায় না যে বেসরকারি হাসপাতালগুলি যুক্তিসঙ্গত টাকা নেওয়া বন্ধ করে দিক এবং তাদের ক্ষতি হোক ৷ সংক্রমণ আটকাতে অ্যান্টি-বায়োটিক খাবার জন্য একটি পরিবারকে দুই দিন না খেয়ে থাকতে হয়েছিল ৷ সুপ্রিম কোর্ট তাই গরিব মানুষের করুণ অবস্থার কথা স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছে ৷ তাই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে পরামর্শ দিয়েছে যে ছোট শহরগুলিতেও কোভিডের চিকিৎসা জন্য কম টাকায় করা যায় ৷ কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে তারা রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছে, যাতে হাসপাতালগুলির সঙ্গে কথা বলা হয় ৷ আর তাদের বলা হয় যে যাতে তারা অযৌক্তিক হারে টাকা না নেয় এবং একটা যুক্তসঙ্গত দাম নির্ধারণ করে ৷

আঘাত পাওয়ার মতো (অসৎ হাসপাতাল) ...

কেন্দ্রীয় সরকারের নির্দেশের সঙ্গে সাযুজ্য রেখে অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানা-সহ দশটি রাজ্য সরকার কোভিডের চিকিৎসার নির্দিষ্ট দাম বেঁধে দিয়েছে ৷ কিন্তু এটাও ঘটনা যে কর্পোরেট হাসপাতালগুলি স্পষ্ট করে দিয়েছে এই দাম তাদের কাছে বাস্তবসম্মত নয় ৷ আবার এটাও ঘটনা যে সরকারের তরফে বেশ কিছু দামি ওষুধ, দামি পরীক্ষা, PPE কিট এবং মাস্কের দামে ছাড় দেওয়া হয়েছে ৷ এই সমস্ত দামের কথা না ভেবেই হাসপাতালগুলি প্রতিদিন 50 হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নিচ্ছে ৷ তিন বছর আগে গুরগাঁওতে একটি কর্পোরেট হাসপাতাল সাত বছর বয়সী একটি ডেঙ্গুতে আক্রান্ত বালিকার চিকিৎসা সংক্রান্ত খরচ আসলের চেয়ে 17 গুণ বেশি দেখিয়েছিল ৷ এটা ন্যশনাল ফার্মাসিউটিক্যাল প্রেসিং অথরিটির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে ৷ কোভিড চিকিৎসার সময় এই ধরণের লুটপাঠ খুবই খারাপ ৷ যদি হাসপাতাল লুটপাটের কেন্দ্র হয়ে ওঠে, তা হলে কীভাবে আমরা কোরোনার বিরুদ্ধে জয় পাব ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.