ETV Bharat / bharat

চন্দ্রযান 3 মিশন শুরু, নেতৃত্বে চেন্নাইয়ের বিজ্ঞানী

author img

By

Published : Dec 22, 2019, 12:05 AM IST

Updated : Dec 22, 2019, 3:52 PM IST

এম ভানিতার পরিবর্তে চন্দ্রযান 3-এর প্রজেক্ট ডিরেক্টর পদে এলেন চেন্নাইয়ের বিজ্ঞানী পি ভিরামুথুভেল ।

চন্দ্রযান
চন্দ্রযান

চেন্নাই, 21 ডিসেম্বর : চলতি বছর 22 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হয়েছিল চন্দ্রযান -2 ৷ সব ঠিক থাকলেও পরে তার সঙ্গে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রম ৷ বিক্রমকে নিয়ে টানাপোড়েনের মধ্যেই চন্দ্রযান -3 এর প্রস্তুতি শুরু করে ISRO । এবার চাঁদের মাটিতে পরীক্ষানিরীক্ষা করতে এই তিন নম্বর মিশনের নেতৃত্বের জন্য নিয়োগ করা হল চেন্নাইয়ের বিজ্ঞানী পি ভিরামুথুভেলকে । এম ভানিতার পরিবর্তে তাঁকে চন্দ্রযান 3-এর প্রজেক্ট ডিরেক্টর পদে আনা হল ।

অন্য কোনও কারণে নয়, পি ভিরামুথুভেলকে চন্দ্রযান -3 মিশনের দায়িত্বে আনা হয়েছে প্রশাসনিক পরিবর্তনের জন্য । এবিষয়ে এক ISRO আধিকারিক বলেন, "ISRO-র হেডকোয়াটারে ভিরামুথুভেল স্পেস ইনফ্রাস্টাকচার প্রোগ্রাম অফিসের ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন । প্রযুক্তিগত দক্ষতার জন্য তাঁর সুনাম রয়েছে ।" তিনি আরও জানান, চন্দ্রযান ২ -এর সময় ISRO-র সঙ্গে NASA-র যে আলোচনা চলছিল, তার তিনি সদস্য ছিলেন । NASA-র তৈরি LRA প্রযুক্তি ব্যবহারের জন্য যে দল গঠিত হয়েছিল তারও সদস্য ছিলেন তিনি ।

ভিরামুথুভেলকে নিয়ে ISRO-র আধিকারিকদের মত, একেবারে নতুন সদস্য হিসেবে চন্দ্রযানের দায়িত্ব নেওয়ায় তাঁর মাথায় ব্যর্থতার বোঝা থাকবে না । যে কারণে তিনি ভালোভাবে কাজ করতে পারবেন । যদিও ISRO-র অনেকে প্রশ্ন তুলেছেন, "প্রজেক্টটি বাস্তবায়িত হওয়া আগেই এই পরিবর্তন না করলে ভালো হত । কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত এই মিশনে অনুমোদন দেয়নি ।"

22 জুলাই দুপুর 2টো 23 মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় চন্দ্রযান-2 ৷ এরপর পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়ায় সেটি ৷ পাঁচবার পাক খাওয়ার পর সেটি চাঁদের কক্ষপথে পাড়ি দেয় ৷ 20 অগাস্ট সকাল 9 টা 28 মিনিটে সেটি চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে ৷ এরপর কক্ষপথ বদল করে ক্রমশ চাঁদের সঙ্গে দূরত্ব কমাতে থাকে চন্দ্রযান ৷ গতকাল সফলভাবে পঞ্চম অর্থাৎ সর্বশেষ কক্ষপথটি বদল করে চন্দ্রযান-2 ৷ ভারতীয় সময় সন্ধ্যা 6টা 21 মিনিটে শুরু হয় এই প্রক্রিয়া ৷ চলে 52 সেকেন্ড ৷ এরপরই ISRO-র তরফে টুইট করা হয় ৷ জানানো হয়, প্রপালশন সিস্টেম ব্যবহার করে পুরো কাজটি নিঁখুতভাবে হয়েছে ৷ সবকিছু ঠিকঠাক রয়েছে চন্দ্রযান 2-এর ৷ আপাতত চন্দ্রযানটি যে কক্ষপথে রয়েছে সেখান থেকে চাঁদের দূরত্ব 119 কিলোমিটার x 127 কিলোমিটার ৷

ISRO-র তরফে জানানো হয়েছিল, তাদের পরবর্তী লক্ষ্য চন্দ্রযান-2 থেকে সফলভাবে ল্যান্ডার বিক্রমকে আলাদা করা ৷ এরপর 2 সেপ্টেম্বর দুপুরে সেই প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হয় ৷ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার আগে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা ৷ এরপর 3 সেপ্টেম্বর ও 4 সেপ্টেম্বর আরও দু'বার কক্ষপথ বদল করবে বিক্রম ৷ এরপরই শুরু হয় বিক্রমকে চাঁদে নামানোর তোড়জোড় ৷ কিন্তু তারপরই ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ISRO-র।

New Delhi, Dec 21 (ANI): Addressing a press conference, BJP leader Bhupender Yadav said that BJP will launch its CAA campaign and contact over three crore families through it. "Our party has decided that in the coming 10 days we will launch a special campaign and contact over 3 crore families for Citizenship Amendment Act. We will hold press briefings in support of this Act at more than 250 places," said Bhupender Yadav.
Last Updated : Dec 22, 2019, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.