ETV Bharat / bharat

জয়ের স্বাদ দিতে পারিনি , দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সুনীল ছেত্রী

author img

By

Published : Oct 16, 2019, 8:00 PM IST

বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারেনি ভারত ৷ হতাশা ভারতীয় শিবির জুড়ে...

sunil

কলকাতা , 16 অক্টোবর : আদিল খানের শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচিয়েছিল ভারত ৷ তিনি শুধু ভারতীয় ডিফেন্ডার হিসেবে সমতা সূচক গোল করেননি ৷ পিছিয়ে থাকা অবস্থায় গোললাইন সেভ করেন ।

জাতীয় দলের জার্সি পরে গ্যালারিতে উপস্থিত ছিলেন 61 হাজারের বেশি দর্শক ৷ 90 মিনিট ভারতীয় দলকে উৎসাহ দিয়েছেন । রাত এগারোটার সময়ও স্টেডিয়াম ফেরত দর্শকদের ভিড়ে বাইপাসে ৷ ভারতীয় দলের সমর্থকদের উৎসাহে অভিভূত অধিনায়ক সুনীল ছেত্রী । কিন্তু দর্শকদের জয়ের স্বাদ না দিতে পারায় আশাহতও বটে ৷ ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চাইলেন ভারত অধিনায়ক । তিনি বললেন, দর্শকদের আবেগের মর্যাদা দিতে ব্যর্থ হয়েছেন তাঁরা ।

বাংলাদেশের বিরুদ্ধে জিততে না পারার আক্ষেপ ভারতীয় শিবিরজুড়ে । ড্রেসিংরুমে শুধুই হতাশা । সঠিক সুযোগে গোল না করাই তাঁদের ব্যর্থতার কারণ৷ পরের ম্যাচে লড়াই করার আশ্বাস দিয়েছেন তিনি । কোচ স্টিমাচ ইতিমধ্যে তার আফসোসের কথা জানিয়েছেন ৷ তবে, গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর ভূমিকার পরোক্ষ সমালোচনা করেছেন তিনি । অঙ্কের বিচারে প্রাক-বিশ্বকাপে পরবর্তী পর্বে যাওয়ার আশা থাকলেও তার সম্ভাবনা কম, সেটা ভালোই জানেন কোচ-অধিনায়ক ।

Intro:ক্ষমা চাইলেন সুনীল ছেত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গনে আদিল খানের শেষ মুহূর্তের গোলে হার বাচিয়েছে ভারত। ভারতীয় ডিফেন্ডার শুধু সমতা সূচক গোল করেননি,পিছিয়ে থাকা অবস্থায় গোললাইন সেভ করে দলকে সমূহ বিপদ থেকে বাচান।একষট্টি হাজার দর্শক মঙ্গলবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন। তারা টিফো তৈরি করে, জাতীয় দলের জার্সি পড়ে গ্যালারিতে উপস্থিত হয়ে এবং পুরো নব্বই মিনিট গলা ফাটিয়ে ভারতীয় দলকে উৎসাহিত করেছেন। এমনকি রাত এগারোটার সময় স্টেডিয়াম ফেরত দর্শকদের ভিড়ে বাইপাস অবরুদ্ধ হয়েছিল।ভারতীয় দলের প্রতি ফুটবল প্রেমীদের সমর্থনের ঢলে অভিভূত সুনীল ছেত্রী। তবে সমর্থকদের জয়ের স্বাদ দিতে না পারায় হতাশ এবং একই সঙ্গে লজ্জিত। তাই ভারত অধিনায়ক ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চেয়েছেন। কোনও রাখঢাক না করে বলেছেন দর্শকদের আবেগের মর্যাদা দিতে তারা ব্যর্থ। শুধু মাঠ নয়, ড্রেসিংরুমেও হতাশা গ্রাস করে ছিল। নিজেদের এই ব্যর্থতার জন্যে গোলমুখে সুযোগ না করার কারনকেই দায়ী করেছেন। তবে হতাশ ভারতীয় দল নয় বলে আশ্বস্ত করেছেন সুনীল ছেত্রী। ভারতীয় দলের পরের ম্যাচ থেকেই অনুপ্রানিত লড়াই দেখার আশ্বাস দিয়েছেন তিনি।বাংলাদেশের বিরুদ্ধে জিততে না পারার আক্ষেপ শিবির জুড়ে। কোচ স্টিমাচ ইতিমধ্যে তার অখুশি ব্যক্ত করেছেন।গোল হওয়ার সময় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর ভূমিকার পরোক্ষ সমালোচনা করেছেন। অঙ্কের বিচারে প্রাক বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার আশা থাকলেও তার সম্ভাবনা কম। তাই উন্নতির চেষ্টার কথা শুনিয়েছেন তিনি।


Body:ভারত


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.