ETV Bharat / bharat

রাজ্যপালের সময় না দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক, সুপ্রিম কোর্টে শিবসেনা

author img

By

Published : Nov 12, 2019, 5:20 PM IST

সময় না দেওয়ার বিষয়টি অসাংবিধানিক, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গেল শিবসেনা ।

উদ্ধব ঠাকরে

মুম্বই, 12 নভেম্বর : রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানিয়ে সুপ্রিম কোর্টে শিবসেনা ৷ তাদের সময় না দেওয়ার বিষয়ে রাজ্যপালের সিদ্ধান্তকে অসাংবিধানিক, বিশ্বাসঘাতকতা, অযৌক্তিক বলে মন্তব্য করল সেনা ৷ যাতে আজই জরুরি ভিত্তিতে শীর্ষ আদালত এই মামলার শুনানি করে, সেই আবেদনও জানিয়েছেন সেনা নেতৃত্ব ৷

সেনা-রাজ্যপাল বিতর্কের সূত্রপাত রবিবার ৷ ওই দিন গেরুয়া শিবির সরকার গড়ার ক্ষেত্রে তাদের অক্ষমতার কথা জানানোর পরই দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে শিবসেনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷ কিন্তু, রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার পরই নাটকীয় ভাবে বদলাতে শুরু করে পরিস্থিতি ৷ কংগ্রেস মৌখিক ভাবে সমর্থনের কথা বললেও সরকারি ভাবে কিছু জানায়নি ৷ শিবসেনা নেতৃত্ব যখন রাজ্যপালের সঙ্গে কথা বলছিলেন তখনই আসে কংগ্রেসের নয়া বার্তা ৷ আরও কয়েক দফা আলোচনা করে তবে শিবসেনাকে বাইরে থেকে সমর্থনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় কংগ্রেস ৷ ফলে স্বাভাবিক ভাবেই সরকার গড়ার সম্মতি জানাতে গিয়ে দ্বিধায় পড়ে যান সেনা নেতৃত্ব ৷ পরিস্থিতি বেগতিক বুঝে রাজ্যপালের কাছে তিন দিন অতিরিক্ত সময় চান তাঁরা ৷ কিন্তু, সেই সময় দিতে চাননি রাজ্যপাল কোশিয়ারি ৷

এর পরই শরদ পাওয়ারের ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টিকে সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল ৷ তাদেরও একদিনের বেশি সময় দিতে রাজি হননি তিনি ৷ তারপরই আজ রাজ্যপালের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গেল ক্ষুব্ধ শিবসেনা নেতৃত্ব ৷ সেনা নেতৃত্বের অভিযোগ, 48 ঘণ্টা অতিরিক্ত সময় চাওয়া হলেও তা দিতে চাননি রাজ্যপাল ৷

New Delhi, Nov 12 (ANI): Senior Congress leader Mallikarjun Kharge on Tuesday said that the NCP and Congress had pre-poll alliance and final decision will be a collective decision of forming the government in Maharashtra. He also said, "Our talks with NCP are on, and we will only move forward once discussions with them are done." Kharge and Ahmed Patel will meet NCP leaders in Mumbai on November12.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.