ETV Bharat / bharat

মানবদেহে জীবাণুনাশক ও আল্ট্রা ভায়োলেট রশ্মি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে কেন্দ্রকে নির্দেশ

author img

By

Published : Nov 6, 2020, 12:42 PM IST

SC
সুপ্রিম কোর্ট

কোরোনা সংক্রমণ রুখতে মানবদেহে জীবাণুনাশক এবং আল্ট্রা ভায়োলেট রশ্মির ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ জারি করতে নির্দেশ কেন্দ্রকে । আজ সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে একটি বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে এক মাসের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে।

দিল্লি, 5 নভেম্বর : বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কোরোনা সংক্রমণ রুখতে মানবদেহে জীবাণুনাশক এবং আল্ট্রা ভায়োলেট রশ্মির ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ জারি করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে একটি বেঞ্চ সরকারকে এক মাসের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে।

মানবদেহে জীবাণুনাশক করার ক্ষেত্রে টানেল নির্মাণ, স্থাপন বা বিজ্ঞাপন নিষিদ্ধ করার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় । শীর্ষ আদালত সেপ্টেম্বরে কেন্দ্রকে জিজ্ঞাসা করেছিল যে কেন কোরোনা থেকে মানুষকে রক্ষা করতে জীবাণুনাশক স্প্রে করার ব্যবহার নিষিদ্ধ করেনি । কারণ রাসায়নিক জীবাণুনাশক স্প্রে করা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিকারক।

সলিসিটার জেনেরাল তুষার মেহতা এর আগে আদালতকে জানিয়েছিলেন, স্বাস্থ্য মন্ত্রক মানবদেহকে জীবাণুমুক্ত করার জন্য অতিবেগুনি লাইট ব্যবহারের বিষয়ে কোনও পরামর্শ বা নির্দেশিকা জারি করেনি। মেহতা বলেন, যে কোনও রাসায়নিক জীবাণুনাশক স্প্রে করা মানুষের জন্য শারীরিক ও মানসিকভাবে ক্ষতিকারক।শীর্ষ আদালত গুরসিমরণ সিং নারুলার দায়ের করা একটি জনহিতকর মামলায় মানুষকে জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে অতিবেগুনি রশ্মি স্প্রে বা নিষ্কাশন নিষিদ্ধ করার আবেদন করে।

কেন্দ্র তার হলফনামায় বলেছে যে জনস্বাস্থ্য এবং হাসপাতালগুলি রাজ্যের বিষয় । রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা জারি করা নির্দেশিকা বাস্তবায়ন করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং আর্থিক সহায়তা দেওয়ার জন্য ভারত সরকারের ভূমিকা সীমাবদ্ধ ।এটি আরও বলা হয়েছিল যে, 9 জুন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে বিশেষজ্ঞ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল । বিভিন্ন রাসায়নিক ও জীবাণুনাশক স্প্রে ও ফগিংয়ের জন্য এই সভায় জীবাণুনাশক টানেলগুলির ব্যবহারের কার্যকারিতা পর্যালোচনা করতে এই বৈঠকে আলোচনা হয়। কেন্দ্র আদালতে বলে যে, এই কমিটি জানিয়েছিল যে জীবাণুনাশক (যেমন টানেল, ক্যাবিনেট, ক্যামেরা) দিয়ে ব্যক্তিদের স্প্রে করার পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই কারণ এটি সংক্রামিত ব্যক্তির কোরোনা ভাইরাস ছড়ানোর ক্ষমতা হ্রাস করবে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.