ETV Bharat / bharat

রাজস্থানে অন্তর্দ্বন্দ্ব কংগ্রেসে, অনুগামী বিধায়কদের নিয়ে দিল্লিতে সচিন পাইলট

author img

By

Published : Jul 12, 2020, 1:07 PM IST

Sachin Pilot
ফাইল ফোটো

রাজস্থানে কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব ৷ সমস্যা সমাধানে সভানেত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি পৌঁছালেন সচিন পাইলট ৷

দিল্লি, 12 জুলাই : কংগ্রেসের অন্দরে ফের দ্বন্দ্ব ৷ এবার রাজস্থান ৷ সেই সূত্র ধরেই আট অনুগামী বিধায়ককে নিয়ে দিল্লি পৌঁছালেন রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট ৷ রাজ্যে দলের অন্দরে যে দূরত্ব তৈরি হয়েছে সেই বিষয়ে সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতেই তিনি দিল্লি এসেছেন বলে খবর ৷

2018 সালে রাজস্থানে জয়লাভের পর রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয় অশোক গেহলটকে ৷ আর মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার সচিন পাইলটকে উপমুখ্যমন্ত্রী করা হয় ৷ একইসঙ্গে তাঁকে রাজস্থানের কংগ্রেস সভাপতি করা হয় ৷ এরপর থেকেই সচিন পাইলট ও অশোক গেহলটের মধ্যে দূরত্ব তৈরি হয় ৷ সেই দূরত্বই এখন দলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷

দলের অন্দরে ইতিমধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, মধ্যপ্রদেশের পথেই হাঁটছে না তো রাজস্থান সরকারের ভবিষ্যৎ ৷ কারণ, গতকালই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট অভিযোগ করেন, তাঁর সরকারকে ফেলে দেওয়ার জন্য BJP চক্রান্ত করছে ৷ অর্থের লোভ দেখিয়ে কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ৷ একেক জন বিধায়ককে 15 কোটি টাকার প্রস্তাব দিয়েছে ৷

কংগ্রেসের তরফে অভিযোগ, রাজস্থানের কুশলগড়ের এক বিধায়ককে এইভাবেই অর্থের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল BJP ৷ ইতিমধ্যে কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ যোশি BJP-র বিরুদ্ধে বিধায়ক কেনার অভিযোগ দায়ের করেছেন ৷

রাজস্থানে 200টি আসনের মধ্যে 107টি কংগ্রেসের দখলে ৷ পাশাপাশি 12 জন নির্দল প্রার্থীর সমর্থন রয়েছে ৷ এখন প্রশ্ন উঠছে তবে কি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পথ ধরেই নিজের অনুগামী বিধায়কদের নিয়ে BJP-তে যোগ দেবেন সচিন পাইলটও ? নাকি দলের অন্দরের এই দূরত্ব কমাতে সফল হবেন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.