ETV Bharat / bharat

জরিমানা নিয়েই 561 কোটি টাকা আয় রেলের

author img

By

Published : Aug 23, 2020, 9:57 PM IST

Indian Railway
Indian Railway

একটি RTI আবেদনে দেখা গেছে, 2019-20 আর্থিক বছরে বিনা টিকিটে যাতায়াতের জন্য এক কোটিরও বেশি যাত্রীকে জরিমানা করে রেল । যা থেকে আয় হয় 561.73 কোটি টাকা এবং 2018-19 আর্থিক বছরের তুলনায় প্রায় 6% আয় বৃদ্ধি পায় ।

দিল্লি, 23 অগাস্ট : 2019-20 আর্থিক বছরে টিকিট না কেটে যাতায়াতের জন্য এক কোটিরও বেশি যাত্রীকে জরিমানা করা হয়েছিল । যা থেকে 561.73 কোটি টাকা আয় করে ভারতীয় রেল । যার জেরে 2018-19 সালের তুলনায় রেলের আয় প্রায় 6% বেড়েছে । একটি RTI আবেদনে সম্প্রতি এমনই তথ্য প্রকাশ পেয়েছে ।

2016 থেকে 2020 সালের মধ্যে বিনা টিকিটে ভ্রমণকারীদের উপর জরিমানার মাধ্যমে রেল 1,938 কোটি টাকা আয় করেছে এবং এর ফলে বিগত চার বছরে রেলের আয় 38.57% বৃদ্ধি পেয়েছে । মধ্যপ্রদেশের এক সমাজকর্মী চন্দ্রশেখর গৌরের দায়ের করা একটি RTI আবেদনে এই বিষয়ে বিশদে জানানো হয়েছে । 2016-17 সালে রেলওয়ে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে পেনাল্টি হিসাবে 405.30 কোটি টাকা আয় করেছে । 2017-18 সালে 441.62 কোটি টাকা আয় করেছে জরিমানা থেকে এবং 2018-19 সালে 530.06 কোটি টাকা আয় করেছে । 2019-20 সালে, 1.10 কোটি যাত্রীকে বৈধ টিকিট ছাড়াই ভ্রমণ করতে দেখা গেছে । বিনা টিকিটে যাতায়াত রোধে কড়া নিয়মকানুন রয়েছে ভারতীয় রেলওয়ের ।

প্রসঙ্গত, টিকিট ছাড়া যাতায়াত করলে কোনও যাত্রীকে টিকিটের দামের সঙ্গে সর্বনিম্ন 250 টাকা জরিমানা দিতে হয় । যদি কোনও যাত্রী জরিমানা দিতে অস্বীকার করেন তবে তাঁকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (RPF)-এর হাতে তুলে দেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে রেলওয়ে আইনের 13 অনুচ্ছেদ অনুযায়ী মামলা করা হয় । এরপর ম্যাজিস্ট্রেট তাঁকে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন । এরপরও সেই যাত্রী জরিমানা দিতে অস্বীকার করলে সেক্ষেত্রে তাঁর ছ'মাস পর্যন্ত জেল হতে পারে ।

2016-17 আর্থিক বছরে রেলওয়ের আর্থিক রিপোর্ট দেখে একটি পার্লামেন্ট রেলওয়ে কনভেনশন কমিটি 2018 সালে বিনা টিকিটে যাত্রার কারণে রেলের আয় হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল । বিষয়টি নিয়ে রেলওয়ে বোর্ড জ়োনাল রেলওয়েকে সারা দেশে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে অভিযান আরও তীব্র করার নির্দেশ দেয় । ট্র্যাভেলিং টিকিট এগজ়ামিনারস (TTE)-দের জন্য বার্ষিক লক্ষ্য নির্ধারণ করতেও বলা হয়েছিল জ়োনাল রেলওয়েকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.