ETV Bharat / bharat

আগামী অর্থবর্ষে জিডিপি 5 শতাংশের বেশি বাড়বে না, উদ্বেগ চিদম্বরমের

author img

By

Published : Jan 28, 2021, 2:16 PM IST

পি চিদম্বরম
পি চিদম্বরম

2021-22 আর্থিক বছরে জিডিপি বেশ মন্থর গতিতে বাড়বে বলে আশঙ্কা করছেন পি চিদম্বরম । আগামী আর্থিক বছরে জিডিপি সর্বোচ্চ পাঁচ শতাংশের বেশি বাড়বে না বলেও আজ সাংবাদিক বৈঠকে বলেন তিনি ।

নয়াদিল্লি, 28 জানুয়ারি : প্যানডেমিক পরিস্থিতির আগেও অর্থনীতি বেহাল ছিল । করোনার পরে তা আরও তলানিতে এসে ঠেকেছে । কেন্দ্রের সাধারণ বাজেট পেশ করার আগে এইভাবেই মোদি সরকারকে আক্রমণ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম । বললেন, "বিনিয়োগক্ষেত্রে বড় ধাক্কা আসতে চলেছে । 2020- 21 আর্থিক বছর একটি বিপর্যয়ের মতো ছিল । 2020-21 আর্থিক বছরের বাজেট ভুলে ভরা ছিল ।"

দেশ বর্তমানে যে আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পথ মোটেও সহজ হবে না বলেই মনে করছেন তিনি । 2018-19 আর্থিক বছরের প্রথম কোয়ার্টার থেকে অর্থনীতি ধাক্কা খেতে শুরু করেছে । এই নিয়ে টানা আটটি কোয়ার্টারে ধাক্কা খেল অর্থনীতি । তবে এই সব নিয়ে কেন্দ্রের উদাসীনতার কথাও তুলে ধরেন বর্ষীয়ান কংগ্রেস নেতা । বললেন, "সরকার এই তথ্যগুলি বা আমাদের কথার উপর কোনও গুরুত্ব দেবে বলে আমরা আশা করছি না ।"

তাঁর কথায় দেশের অর্থনীতি এখন এক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে । এর থেকে ঘুরে দাঁড়ান যথেষ্ট বেদনাদায়ক হবে বলেও মনে করছেন চিদম্বরম । 2021-22 আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির হার 5 শতাংশের বেশি হবে না বলেও আজ সাংবাদিক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন তিনি ।

আরও পড়ুন : করোনায় শিক্ষা, স্বাস্থ্য় খাতে বরাদ্দ বাড়ার আশা

তবে এর থেকে রেহাই পেতে হলে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বড়সড় সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করছেন তিনি । দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কমপক্ষে 20-30 শতাংশের কাছে অন্তত 6 মাসের জন্য নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে । রক্ষণশীল নীতিগুলিকে ছেটে ফেলতে হবে এবং যত বেশি দেশের সঙ্গে সম্ভব, দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হতে হবে । একইসঙ্গে আমদানিক্ষেত্রে পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে । সর্বোপরি সরকারের ব্যয় বৃদ্ধি করতে হবে বলে মনে করছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.