ETV Bharat / bharat

গ্রামের মানুষদের পাশে দাঁড়ান,  কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীকে পরামর্শ রামোজি রাওয়ের

author img

By

Published : Mar 24, 2020, 8:54 PM IST

Updated : Mar 24, 2020, 10:10 PM IST

ছবি
ছবি

কোরোনা মোকাবিলায় আগামী দিনে ভারতকে কোন পথে এগোতে হবে, তা নিয়ে প্রধানমন্ত্রীকে ভিডিয়ো কনফারেন্সে পরামর্শ দিলেন ইনাডু-র গ্রুপ অফ কম্পানিজ়ের চেয়ারম্যান রামোজি রাও ।

দিল্লি, 24 মার্চ : প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা । দেশে এখনও পর্যন্ত পাঁচশো জনেরও বেশি মানুষের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছে । একাধিক রাজ্যে চলছে লকডাউন । এই পরিস্থিতির মাঝেও নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে জড়িতরা । বাদ নেই সংবাদমাধ্যমের সঙ্গে জড়িতরাও । আজ রামোজি গ্রুপ অফ কম্পানিজ়ের চেয়ারম্যান রামোজি রাও-সহ দেশের প্রথম সারির একাধিক সংবাদমাধ্যমের প্রবীণ সাংবাদিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা মোকাবিলায় আগামী দিন কোন পথে এগোনো উচিত সেই নিয়ে আলোচনা হয় বৈঠকে ।

কোরোনা মোকাবিলায় আগামী দিনে কোন পথে এগোতে হবে তা নিয়ে প্রধানমন্ত্রীকে ভিডিয়ো কনফারেন্সে পরামর্শ দেন ইনাডু-র কর্ণধার রামোজি রাও । ভারতের মোট জনসংখ্যার 65 শতাংশই গ্রামের । এদের যত দ্রুত সম্ভব ইনসুলেট করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি । তিনি বলেন, "ভারতের সমস্ত গ্রামগুলিকে দ্রুত ইনসুলেট করা প্রয়োজন । মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ সংবাদমাধ্যম করছে । কিন্তু বিষয়টিকে আরও জোর দিয়ে দেখতে হবে । আমরা একবার 65 শতাংশ মানুষকে ইনসুলেট করতে পারলে, স্বাস্থ্য পরিষেবার উপর চাপ কম পড়বে ।"

প্রধানমন্ত্রীকে তিনি আরও বলেন, "দেশের ওষুধ প্রস্ত্তুতকারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় সবরকমভাবে সাহায্য করুন, যাতে তারা ভাইরাসের প্রতিষেধকের খোঁজ চালিয়ে যেতে পারে ।" প্রধানমন্ত্রী বলেন, " এই বিষয়ে ওষুধ প্রস্ত্তুতকারী সংস্থাগুলির সঙ্গে আমার কথা হয়েছে । গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে । আমার পূর্ণ বিশ্বাস তারা তাদের কাজ যথাযথভাবে করবেন ।"

রামোজি রাও আরও বলেন, "চিন ও ইট্যালি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার । এই দুই দেশ ভাইরাসের দ্বারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । সংশ্লিষ্ট আধিকারিকরা এই দুই দেশের পরিস্থিতি বিশদে পর্যালোচনা করে দেখে, কী কী পদক্ষেপ করা উচিত তা নির্ধারণ করতে পারেন ।"

Last Updated :Mar 24, 2020, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.