ETV Bharat / bharat

জন্মনথি নেই, যেতে পারি ডিটেনশন ক্য়াম্পে : গেহলত

author img

By

Published : Feb 15, 2020, 11:35 AM IST

Rajasthan CM Ashok Gehlot
মুখ্যমন্ত্রী অশোক গেহলত

জয়পুরে CAA-NRC-র বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চলছে ৷ সেখানে আচমকা হাজির হন মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ বলেন, ‘‘মা-বাবার জন্মনথি দেখাতে চাইলে আমি দেখাতে পারবো না ৷’’

জয়পুর, 15 ফেব্রুয়ারি: জয়পুরের ‘শাহিনবাগ’-এ আচমকাই উপস্থিত হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ দেশের শান্তি বজায় রাখার জন্য নয়া নাগরিকত্ব আইন তুলে নেওয়ার অনুরোধও করলেন কেন্দ্রের কাছে ৷

জয়পুরেও চলছে CAA-NRC-র বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন ৷ সেই আন্দোলনে হঠাৎ হাজির হন মুখ্যমন্ত্রী ৷ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, ‘‘যদি আমিও নথি দেখাতে না পারি, আমার ঠাঁইও তাহলে ডিটেনশন শিবিরেই হবে ৷ আমি আমার মা-বাবার জন্মস্থান কোথায় জানি না ৷ আপনারা নিশ্চিন্ত থাকুন, এরকম পরিস্থিতি তৈরি হলে আমি সবার প্রথমে সেখানে যাব ৷’’

তার এই কথায় হাততালিতে মুখর হয়ে ওঠে সভা ৷ তিনি বলেন, বহু রাজ্যের মুখ্যমন্ত্রীই CAA-এর বিরুদ্ধে , আমরা চাই কেন্দ্র তার এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করুক ৷ জয়পুরের সভায় দাড়িয়ে তিনি বলেন, ‘‘NDA সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনটি পুনর্বিবেচনা করা উচিত, কারণ এটি সংবিধানের চেতনার পরিপন্থী ৷ দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য তাদের এই আইন প্রত্যাহার করা উচিত ৷ ’’

তিনি বক্তব্যে আরও যোগ করে বলেন, ‘‘সরকারের অবশ্যই অধিকার আছে নতুন আইন প্রণোয়ন করার, কিন্তু সেটা মানুষের অনুভুতিকে মাথায় রেখে করা উচিত ৷ দিল্লির শাহিনবাগের মত দেশের বিভিন্ন স্থানেই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চলছে ৷ সরকারের জনগণের অনুভূতি বোঝা উচিত ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.