ETV Bharat / bharat

গুজরাতে বিধায়কদের রিসর্টে রাখার পরই প্রতিবাদ-কটাক্ষ BJP-র

author img

By

Published : Jun 7, 2020, 7:51 PM IST

গত সন্ধ্যায় রাজস্থানের এক রিসর্টে গুজরাতের 22 কংগ্রেস বিধায়ককে রাখে কংগ্রেস । এরপরই প্রতিবাদের ঝড় ওঠে BJP-তে । কংগ্রেস না কি ভয় পেয়ে এমন কাজ করেছে এইরকম কটাক্ষও করেন বিরোধীরা ।

rajasthan
rajasthan

আবু রোড(রাজস্থান), 7জুন : রাজ্যসভা নির্বাচনের আগে গুজরাতের 22জন বিধায়ককে রাজস্থানের রিসর্টে নিয়ে গেল কংগ্রেস । কংগ্রেসের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করে BJP । কার্যত ভয় পেয়েই কংগ্রেস 22জন বিধায়ককে রাজস্থানে সরিয়েছে । রাজস্থানে না সরালে তাঁরা BJP-তে যোগ দিতে পারেন বলে কটাক্ষ করেন নগর পালিকার চেয়ারম্যান ।

লকডাউনে কীভাবে হোটেল মালিকরা বিধায়কদের হোটেলে থাকতে দিলেন সেই নিয়েও প্রশ্ন উঠেছে । নগর পালিকার চেয়ারম্যান সুরেশ সিন্দল, OBC মোর্চা জেলা সভাপতি মনিশ মোরওয়াল এবং অন্যান্য দলের নেতারাও কংগ্রেসের পদক্ষেপের বিরোধিতা করেন এবং হোটেল মালিকদেরও দোষ দেন ।

সুরেশ সিন্দল বলেন, “লকডাউনে হোটেল এবং রিসর্ট বন্ধ । সাধারণ মানুষের সেখানে থাকার অনুমোদন নেই । কিন্তু লকডাউনের নিয়ম ভেঙে অন্তত 30জন নেতাকে রাজস্থানের এক রিসর্টে রেখেছে কংগ্রেস । সেখানে 22জন গুজরাত বিধায়ক রয়েছেন । আমরা আমাদের সিনিয়র দলনেতা সতীশ পুনিয়াকেও এই বিষয়ে জানিয়েছি ।”

আসলে কংগ্রেস ভয় পেয়েছে বলে কটাক্ষ করেন সুরেশ । তিনি বলেন, “কংগ্রেস ভয় পেয়েছে । ওরা আশঙ্কা করছে যদি কংগ্রেস বিধায়করা রাজ্যসভা নির্বাচনের আগে BJP-এ যোগ দেন । তাই তারা তাদের নেতাদের সরিয়ে দিয়েছে । আমরা ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব ।”

সূত্রের খবর অনুযায়ী, শীঘ্রই ওই রিসর্টে পৌঁছাবেন পুলিশকর্মীরা । 22জন বিধায়ককে রাজস্থানের এক রিসর্টে গত সন্ধ্যায় নিয়ে যায় কংগ্রেস । এরপরেই প্রতিবাদ করেন BJP কর্মীরা ।

উল্লেখ্য, গুজরাতের তিন কংগ্রেস বিধায়ক অক্ষয় প্যাটেল, জিতুবাই চৌধুরি এবং বীরজেশ মেরজা ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন । বীরজেশকে নিয়ে মার্চ থেকে এখনও পর্যন্ত মোট আটজন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন । এর আগেও পদত্যাগ করেছিলেন কংগ্রেসের পাঁচ বিধায়ক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.