ETV Bharat / bharat

আনন্দ বিহার স্টেশন পরিদর্শনে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান

author img

By

Published : Jun 20, 2020, 4:11 AM IST

দিল্লির আনন্দ বিহার স্টেশন পরিদর্শন করলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার ইয়াদভ। এই স্টেশনের মোট 267টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছে ।

Railway Board Chairman inspects isolation coaches stationed at Anand Vihar Terminal
Railway Board Chairman inspects isolation coaches stationed at Anand Vihar Terminal

দিল্লি, 19 জুন : দিল্লির আনন্দ বিহার টার্মিনালে রেলের কোচে তৈরি হওয়া আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার ইয়াদব। স্টেশনের মোট 267টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছে। দিল্লির এই স্টেশনটিকে সম্পূর্ণভাবে কোভিড কেয়ার সেন্টারে পরিণত করা হয়েছে বলে জানান তিনি।

আনন্দ বিহার রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “ ভারতীয় রেলের তরফে আনন্দ বিহার স্টেশনের 267টি কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরি করা হয়েছে। ওয়ার্ডগুলোতে 4 হাজার বেড রয়েছে। কোরোনা পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেলে রেলের এই আইসোলেশন ওয়ার্ডগুলোতে রোগী ভরতি করা যেতে পারে। এই আইসোলেশন ওয়ার্ডগুলোতে বেড, অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শমতো নন এসি কোচগুলোকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে আমরা কোচগুলোতে একটি ম্যাটেরিয়ালও ব্যবহার করেছি।"

আনন্দ বিহারের আইসোলেশন ওয়ার্ডগুলোর জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্টেশন চত্বর যাতে প্রতিদিন স্যানিটাইজ় করা হয় সেবিষয়েও নজর রাখা হবে বলে বলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। এমনকী জল ও অক্সিজেনের 100 শতাংশ সাপ্লাই যাতে দেওয়া যায় সে কারণে ইলেকট্রিক ব্যাকআপ রাখা হয়েছে।উল্লেখ্য, দেশের এই কঠিন পরিস্থিতিতে উত্তর রেলওয়ের এই কাজে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.