ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত স্ব-প্রতারণা ছাড়া কিছুই নয়: কপিল সিবাল

author img

By

Published : Jun 6, 2020, 12:26 AM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির " আত্মনির্ভর ভারত"-র পরিকল্পনার সমালোচনা করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল বলেন, কীভাবে লক্ষ্য অর্জন হবে, তার কোনও সঠিক রোড ম্যাপই দিতে পারেননি প্রধানমন্ত্রী।

Kapil sibal
Kapil sibal

দিল্লি, 5 জুন : কংগ্রেসের প্রবীণ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "আত্মনির্ভর ভারত"-র ধারণার সমালোচনা করে বলেন এটি " স্ব-প্রতারণা" ছাড়া কিছুই নয়। দেশকে স্বাবলম্বী করে তুলতে সরকারের উচিত গবেষণা ও উন্নয়নে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।

আজ সাংবাদিক বৈঠকে কপিল সিবাল বলেন, " 12 মে প্রধানমন্ত্রী দেশকে ' ভোকাল ফর লোকাল' হতে বলেন এবং একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করেন দেশকে স্বনির্ভর হওয়ার জন্য। এর নাম দেন "আত্মনির্ভর অভিযান"। যদিও প্রধানমন্ত্রীর এই অভিযান গরিব, কৃষক, পরিযায়ী শ্রমিক, শিল্প ও রাজ্যগুলিকে আত্মনির্ভর হয়ে উঠতে সাহায্য করায় ব্যর্থ হয়েছে। "

তিনি আরও বলেন, " প্রধানমন্ত্রীর 'মেক ইন ইন্ডিয়া, মেড ইন দা ওয়ার্ল্ড'কে বিশ্বব্যাপী প্রসারিত করার জন্য যে চাপ দিচ্ছিলেন, তাতে কৌশলগত ক্ষেত্রে অন্য কোনও দেশের উপর নির্ভরশীল না হয়ে এই লক্ষ্য কীভাবে অর্জন করা উচিত, সে সম্পর্কে সুস্পষ্ট রোড ম্যাপ ছিল না। "

ইউনিভার্সিটিগুলিতে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের প্রয়োজনীয়তাকে তুলে ধরতে সিবাল বলেন, ভারত তার GDP-র কেবল 0.7 শতাংশ গবেষণা ও উন্নয়নে ব্যয় করে, যেখানে ইজ়রায়েল 4.6 শতাংশ, কোরিয়া 4.5 শতাংশ, জার্মানি 3 শতাংশ এবং ফ্রান্স নিজের দেশের GDP-র 2.2 শতাংশ গবেষণা ও উন্নয়নে ব্যয় করে।

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে কপিল সিবাল বলেন, " প্রধানমন্ত্রী মোদির "আত্মনির্ভর" পরিকল্পনাটি তার অগুনতি স্লোগানের মতই একটি স্লোগানে পরিণত হয়েছে। বিনোদনের জন্য প্রতি সপ্তাহেই একটি নতুন স্লোগান আনা হয়। তিনি আর্থিক নীতি, শিল্পনীতি এমনকী উৎপাদন নীতি সম্পর্কেও কিছুই বলেননি। "

তিনি বলেন, "দেশের সম্পদ শিল্প, রপ্তানি, উৎপাদন বা করের সঙ্গে সংযুক্ত নয়, বরং যে বিষয়গুলির সঙ্গে বৌদ্ধিক সম্পদ সংযুক্ত রয়েছে, যা বিশ্ববিদ্যালয়গুলিতে ঘটে, তার সঙ্গে জড়িত। আপনি যদি নিজের দেশকে ধনী করতে চান, তবে আপনাকে উদ্ভাবন এবং বৌদ্ধিক সম্পত্তি তৈরির জন্য বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে। "

তিনি 2019-র বিশ্ব ইকোনমিক ফোরামের রিপোর্ট উল্লেখ করে বলেন যে ভারতের অবস্থান 68 নম্বরে। ভারতের উৎপাদন ক্ষমতা 16 থেকে 18 শতাংশ যেখানে পরিষেবা খাতের ক্ষমতা 59 শতাংশ।

কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে কপিল সিবাল বলেন, " দেশ এমন সংকটের মুখোমুখি হয়েছে, যা আগে কখনও দেখেনি। এই স্লোগান দেওয়া কেবল মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য । বিশ্ববিদ্যালয়গুলিতে হিংসা ছড়াতেABVP -কে পাঠানোর পরিবর্তে বৌদ্ধিক সম্পত্তি তৈরি এবং বিশ্ববিদ্যালয় পদ্ধতিতে উদ্ভাবনের জন্য সরকারের এগিয়ে আসা উচিত।"

তিনি বলেন, "বৈদ্যুতিক সরঞ্জাম থেকে শুরু করে চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি, সৌর শক্তির পণ্য, ফার্মাসিউটিকাল শিল্প, টেক্সটাইল কাঁচামাল, যোগাযোগ, কয়লা ক্ষেত্র, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, এমনকী অনলাইন শিক্ষা পদ্ধতির ক্ষেত্রেও ভারত অন্যান্য দেশের উপর নির্ভরশীল । ভারতকে আত্মনির্ভর হতে গেলে জ্ঞানের গৃহীতা থেকে ধীরে ধীরে উৎপাদক হয়ে উঠতে হবে। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.