ETV Bharat / bharat

পুলিশ কতটা মানবিকতার সঙ্গে কাজ করছে সেটা সকলের জানা উচিত : প্রধানমন্ত্রী

author img

By

Published : Sep 4, 2020, 4:47 PM IST

Updated : Sep 4, 2020, 4:54 PM IST

modi
modi

আজ সর্দার বল্লভ ভাই প্যাটেল পুলিশ অ্যাকাডেমিতে IPS অফিসারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী । কোরোনার মতো প্যানডেমিক পরিস্থিতিতে পুলিশ আধিকারিকরা কীভাবে নিজের দায়িত্ব পালন করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা নিয়ে লেখা তৈরি করতে এবং মানুষের কাছে লড়াইয়ের গল্প তুলে ধরতে স্কুলগুলির কাছে আবেদন জানান তিনি ।

হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর : হায়দরাবাদে সর্দার বল্লভ ভাই প্যাটেল পুলিশ অ্যাকাডেমিতে IPS অফিসার (প্রবেশনার)-দের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দীক্ষান্ত প্যারেড চলাকালীন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সকলের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও মানসিক চাপ নিয়ে আলোচনা করেন তিনি । এই কোরোনা পরিস্থিতিতে পুলিশ আধিকারিকরা কীভাবে নিজেদের দায়িত্ব পালন করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা নিয়ে লেখা তৈরি করতেও স্কুলগুলির কাছে আবেদন জানান তিনি ।

আলোচনায় প্রধানমন্ত্রী পুলিশ আধিকারিকদের উদ্দেশে বলেন, "কাজের চাপ আর মানসিক চাপ যে কোনও ধরনের কাজেই থাকে । এটা আমাদের জীবনেরই অঙ্গ । আমরা যদি আমাদের চাহিদা আর দায়িত্ব বুঝে যাই তাহলে এই সমস্ত চাপ খুব সহজেই কাটিয়ে উঠতে পারব । চাপ কৃষকদের কাজেও তো থাকে । আপনাদের পেশায় অবাঞ্ছিত ঘটনা ঘটবে । সবসময় তৈরি থাকতে হবে । প্রত্যহ প্রশিক্ষণ খুব প্রয়োজন । আপনাদের বলছি, কাজ শেষ হয়ে যাওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে কথা বলুন । তাঁদের সঙ্গে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করুন । দেখবেন চাপমুক্ত জীবন-যাপনে সেটা আপনাকে সাহায্য় করবে ।"

মানসিকভাবে সুস্থ থাকতে পুলিশ আধিকারিকদের উদ্দেশে তিনি বলেন, যোগা ও প্রাণায়ম অভ্যাস আপনার যে কোনও কাজের ইচ্ছেশক্তিকে বাড়াবে । আপনাদের মানসিকভাবে সুস্থ রাখবে ।

সমাজের সামনে পুলিশ আধিকারিকদের ভাবমূর্তি স্বচ্ছ করতে প্রধানমন্ত্রী স্কুলগুলিকে তাদের সামনের সারিতে দাঁড়িয়ে লড়াইয়ের কথা তুলে ধরতে বলেন । আবেদন জানান, এই কোরোনা প্যানডেমিকে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাঁরা সেসব গল্প ছোটো ছোটো করে সকলের সামনে তুলে ধরুন । প্রধানমন্ত্রী বলেন, "সমাজের বেশিরভাগ মানুষের কাছেই পুলিশ মানেই মারধর করবে এমন ছবি । কিন্তু তাদের জানা উচিত পুলিশ মানুষের পাশেও দাঁড়ায় । তারা কতটা মানবিকতার সঙ্গে এই পরিস্থিতিতে কাজ করছে সেটা সকলের জানা উচিত ।"

তিনি বিষয়টির আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, "কোরোনা পরিস্থিতিতে খাকি পোশাকে পুলিশকর্মীদের খাবার দিতে দেখা গেছে । হাসপাতালে রোগীকে পৌঁছে দিতে দেখা গেছে । আবার কোরোনার নিয়মাবলী প্রচার করে মানুষকে সচেতন করতে দেখা গেছে । সাধারণম মানুষ কিছুটা হলেও বুঝেছে পুলিশের কাজ শুধু মারধরই নয় ।"

Last Updated :Sep 4, 2020, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.