ETV Bharat / bharat

দেশের কৃষি কাঠামোকে ধ্বংস করবে এই আইন, আক্রমণ রাহুলের

author img

By

Published : Oct 6, 2020, 5:08 PM IST

রাহুল গান্ধি
রাহুল গান্ধি

দেশের কৃষি ও খাদ্য সুরক্ষার বর্তমান যে পরিকাঠামো রয়েছে তাকে ধ্বংস করে দেবে এই আইনগুলি । যদি এই পরিকাঠামো একবার ভেঙে যায় তবে আগামীদিনে পঞ্জাব এর থেকে বেরোনোর কোনও পথ পাবে না । "খেতি বাঁচাও যাত্রা"-য় যোগ দিয়ে আজ একথা বললেন রাহুল গান্ধি ।

পাতিয়ালা, 6 অক্টোবর : কেন্দ্রীয় সরকারের নতুন এই আইন দেশের কৃষি পরিকাঠামোকে ধ্বংস করে দেবে । সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে পঞ্জাব ও হরিয়ানা । পাতিয়ালায় "খেতি বাঁচাও যাত্রা"-য় এসে আজ একথা বলেন রাহুল গান্ধি ।

আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমাদের যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিনটি কালা আইনের বিরুদ্ধে । দেশের কৃষি ও খাদ্য সুরক্ষার বর্তমান যে পরিকাঠামো রয়েছে তাকে ধ্বংস করে দেবে এই আইনগুলি । যদি এই পরিকাঠামো একবার ভেঙে যায় তবে আগামীদিনে পঞ্জাব এর থেকে বেরোনোর কোনও পথ পাবে না ।"

রাহুল গান্ধি ছাড়ও আজকের সাংবাদিক বৈঠকে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, রণদীপ সিং সুরজেওয়ালা, হরিশ রাওয়াত ও পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি সুনিল জাখর ।

কৃষি আইনের বিরুদ্ধে 24 সেপ্টেম্বর থেকেই দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে কংগ্রেস । যা 14 নভেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে । কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই কিষাণ যাত্রার লক্ষ্য কৃষি আইনের বিরুদ্ধে তাদের অবস্থান এবং কেন্দ্রীয় সরকারের "কৃষক বিরোধী" চেহারা তুলে ধরা ।

সম্প্রতি কৃষকদের (ক্ষমতায়ন ও সুরক্ষা) মূল্য আশ্বাস ও কৃষি পরিষেবা বিল - 2020, কৃষি উৎপাদন ও বাণিজ্য বিল - 2020 এবং প্রয়োজনীয় পণ্য (সংশোধনী) বিল - 2020 সংসদে পাশ হয় । এরপর তাতে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.