ETV Bharat / bharat

কৃষি আইন সংশোধনে রাজি হতে পারে কেন্দ্র : সূত্র

author img

By

Published : Dec 5, 2020, 11:22 AM IST

Updated : Dec 5, 2020, 11:46 AM IST

বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আজ কেন্দ্রের পঞ্চম দফার বৈঠক । বৈঠকে বসলেও 8 ডিসেম্বর কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘট হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা ।

farmers' protest
farmers' protest

দিল্লি, 5 ডিসেম্বর : কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, বিতর্কিত কৃষি আইন সংশোধন করতে পারে কেন্দ্র ।

আজ দুপুর দু'টোয় দিল্লির বিজ্ঞান ভবনে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও পীষূষ গোয়েলের সঙ্গে ফের এক দফায় বৈঠকে বসতে চলেছে কৃষক প্রতিনিধিদল । সূত্রের খবর, তার আগে প্রধানমন্ত্রীকে গোটা পরিস্থিতি জানাতে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রীরা ।

কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কয়েক হাজার কৃষক 9 নম্বর জাতীয় সড়কে শিবির করেছেন। এবং ইউপি গেটের কাছে কৃষকরা অবরোধে করে আছেন জাতীয় সড়কে । যার জেরে গাজ়িয়াবাদ থেকে দিল্লি যাওয়ার পথে যান চলাচল ব্যাহত হচ্ছে ।

বৃহস্পতিবার কেন্দ্রের সঙ্গে এক দফা বৈঠকে বসেছিলেন কৃষক প্রতিনিধিরা । বৈঠকে কেন্দ্রের তরফে কৃষি আইন সংক্রান্ত কিছু সংশোধনীর ইঙ্গিত দেওয়া হয় । নতুন কৃষি আইন নিয়ে কৃষকরা তাঁদের 39টি আপত্তির কথা জানিয়েছেন সরকার পক্ষকে । সাত ঘণ্টার ম্যারাথন বৈঠকে যদিও কৃষি আইনের পক্ষেই সওয়াল করে গিয়েছে সরকার । অন্যদিকে, কৃষকনেতারা সরকারকে সংসদে একটি বিশেষ অধিবেশনের পরামর্শ দিয়েছিলেন এবং তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় থাকেন ।

Last Updated :Dec 5, 2020, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.