ETV Bharat / bharat

স্মরণে নেতাজি, শ্রদ্ধাবনত দেশ

author img

By

Published : Jan 23, 2020, 10:22 AM IST

Updated : Jan 23, 2020, 1:58 PM IST

নেতাজিকে জন্মদিবসে স্মরণ করলেন দেশনেতারা ৷ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজিকে শ্রদ্ধা জানান ৷

Modi
ছবি সৌজন্য টুইটার

দিল্লি, 23 জানুয়ারি : আজ নেতাজির জন্মবার্ষিকী ৷ তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতাসহ বিশিষ্টজন ও সাধারণ মানুষ ৷ নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নেতাজির বাবা জানকীনাথ বসুর পুরোনো ডায়েরির পাতার প্রতিলিপির ছবি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ টুইটবার্তায় লেখেন, "1897 সালের 23 জানুয়ারি জানকীনাথ বসু তাঁর ডায়েরিতে লিখেছেন দুপুরবেলা এক পুত্র সন্তানের জন্ম হল ৷" জানকীনাথ বসুর লেখা এই অংশটুকু উল্লেখের পর মোদি লিখেছেন, "তাঁর সেই পুত্রই একজন নির্ভীক স্বাধীনতা সংগ্রামী হন, যিনি তাঁর সমস্ত জীবন দেশের জন্য নিয়োজিত করেন ৷ তাঁর জন্মবার্ষিকীতে আমরা তাঁকে গর্বের সঙ্গে স্মরণ করি ৷"

  • On 23rd January 1897, Janakinath Bose wrote in his diary, “A son was born at midday.”

    This son became a valorous freedom fighter and thinker who devoted his life towards one great cause- India’s freedom.

    I refer to Netaji Bose, who we proudly remember on his Jayanti today. pic.twitter.com/wp3UjudKJ4

    — Narendra Modi (@narendramodi) January 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর একটি টুইটে একটি ভিডিয়ো প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ তাতে দেশ থেকে ঔপনিবেশিক শাসন দূর করতে নেতাজির ভূমিকার কথা তুলে ধরেন ৷

  • India will always remain grateful to Netaji Subhas Chandra Bose for his bravery and indelible contribution to resisting colonialism. He stood up for the progress and well-being of his fellow Indians. pic.twitter.com/otUlFanULs

    — Narendra Modi (@narendramodi) January 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নেতাজির জন্মবার্ষিকীতে দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করে বাংলায় টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ টুইটবার্তায় লেখেন, "নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। তিনি আমাদের সর্বাধিক প্রিয় জাতীয় নায়কদের একজন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব । তাঁর ডাকে লাখ লাখ ভারতবাসী নিজেদের সর্বস্ব পণ করে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাঁর সাহস ও স্বদেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করে৷"

  • তাঁর ডাকে লক্ষ লক্ষ ভারতবাসী নিজেদের সর্বস্ব পণ করে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাঁর সাহস ও স্বদেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করে।
    - রাষ্ট্রপতি কোবিন্দ।

    — President of India (@rashtrapatibhvn) January 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশনায়কের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷'' কদম কদম বাড়ায়ে যা' উদ্ধৃত করে তিনি লেখেন, "দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধা ও প্রণাম। ওঁর দেশপ্রেমের চেতনা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করুক ৷"

  • কদম কদম বাড়ায়ে যা…
    দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধা ও প্রণাম। ওনার দেশপ্রেমের চেতনা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করুক

    Homage to Deshnayak Netaji Subhas Chandra Bose on his birth anniversary. May his spirit of patriotism inspire future generations

    — Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে দেশনায়কের জন্মবার্ষিকীতে আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে সুভাষ উৎসব ৷ রাজ্যের 342টি ব্লক, 118টি পৌরসভা, সাতটি পৌরনিগম ও কলকাতা পৌরনিগমের 144 টি ওয়ার্ডসহ প্রতিটি জেলার সদর শহরে রাজ্য সরকারের উদ্যোগে পালন করা হচ্ছে নেতাজির জন্মবার্ষিকী ৷

  • আজ রাজ্যজুড়ে মহান দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে সুভাষ উৎসব হিসেবে। এই উৎসবের আয়োজন করেছে রাজ্য যুব কল্যাণ দপ্তর

    বিশদে পড়ুন >> https://t.co/qhZBDNshYc pic.twitter.com/N0HkYXoRqh

    — All India Trinamool Congress (@AITCofficial) January 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশনায়ককে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানিয়ে টুইট করেছে বঙ্গ BJP-ও ৷

  • দেশনায়ক, ভারত মাতার বীর সন্তান, ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসে শত কোটি প্রণাম। pic.twitter.com/SoHWurLbBi

    — BJP Bengal (@BJP4Bengal) January 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি আজকের দিনটিকে দেশপ্রেম দিবসের মর্যাদা দেওয়ার দাবি তোলেন নেতাজির আত্মীয় চন্দ্র কুমার বসু ৷ একটি টুইট করেন তিনি ৷ সেই টুইটে ট্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দপ্তরকেও ৷

Niamey (Niger), Jan 21 (ANI): External Affairs Minister S Jaishankar and President of Niger Issoufou Mahamadou jointly inaugurated Mahatma Gandhi International Convention Centre in Niamey, Niger. The centre pays tribute to Mahatma Gandhi whose 150th birth anniversary was observed in 2019. The Project of centre has been completed by Indian companies in 14 months.
Last Updated :Jan 23, 2020, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.