ETV Bharat / bharat

পেটিএম কর্মচারীর দেহে COVID-19, বন্ধ গুরুগ্রামের অফিস

author img

By

Published : Mar 4, 2020, 11:32 PM IST

paytm employee tested COVID-19 positive
কোরোনা আক্রান্ত পেটিএম কর্মী

ইটালি থেকে সম্প্রতি ফিরেছেন পেটিএম-এর ওই কর্মচারী ৷ তাঁর শরীরে COVID-19 এর সন্ধান পাওয়া গিয়েছে ৷ সংস্থার পক্ষ থেকে গুরুগ্রামের অফিস দু’দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ৷

দিল্লি, 4 মার্চ : COVID-19 এর সংক্রমণ এবার পেটিএম-এর কর্মীর দেহে ৷ গুরুগ্রামের অফিসের এক কর্মীর দেহে COVID-19 এর সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সংস্থা ৷ অফিসটি দু’দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ৷

COVID-19’এর সন্ধান এবার পেটিএম কর্মীর দেহে মিলল ৷ ই-ওয়ালেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুগ্রামের অফিসের এক কর্মী সম্প্রতি ইটালি থেকে ফিরেছেন ৷ তাঁর শরীরে COVID-19 পাওয়া গিয়েছে ৷ অন্যান্য কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সংস্থা ৷ ইটালির 16 জন পর্যটকের মধ্যে 14 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে দিল্লিতে ৷ মোট 23 জন ইটালির পর্যটক গত মাসে রাজস্থানে ঘুরতে গিয়েছিলেন ৷ তাদের মধ্যে একজন COVID-19 আক্রান্ত জয়পুরে রয়েছেন ৷ তাঁর স্ত্রীও COVID-19 আক্রান্ত ৷

স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সাধারণ মানুষকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে COVID-19 নিয়ে ৷ ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷ গত 28 দিনে COVID-19 আক্রান্ত দেশ থেকে যারা ঘুরে দেশে ফিরেছেন, তাঁদের 14 দিনের জন্য ঘরেই পর্যবেক্ষণের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়েছে ৷ COVID-19’এর সংক্রমণ হয়েছে সন্দেহ হলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.