ETV Bharat / bharat

ফেসবুক-টুইটার আধিকারিকদের তলব সংসদীয় স্ট্যান্ডিং কমিটির

author img

By

Published : Jan 18, 2021, 2:05 PM IST

নিজেদের নতুন সুরক্ষাবিধির আপডেট আপাতত বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ ৷ টুইট করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানায়, এই নতুন নীতি শুধুমাত্র যাঁরা বিজ়নেস অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাঁদের জন্য ৷ এই টানাপোড়েনের মধ্যেই তথ্যপ্রযুক্তির সংসদীয় স্ট্যান্ডিং কমিটি নাগরিক সুরক্ষাবিধি সংক্রান্ত একাধিক বিষয়ে জানার জন্য 21 জানুয়ারি তলব করেছে ফেসবুক ও টুইটার কর্মকর্তাদের ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিল্লি, 18 জানুয়ারি : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের নতুন সুরক্ষাবিধি নিয়ে বিতর্ক অব্যাহত ৷ এই বিতর্কের মাঝে পরিবর্তন বিভ্রান্তির জেরে ইতিমধ্যেই অনেকে ঝুঁকেছেন অন্য মেসেজিং অ্যাপে ৷ সারা বিশ্বব্যাপী এই বিতর্কের মাঝেই 21 জানুয়ারি তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ফেসবুক ও টুইটার আধিকারিকদের সোশাল মিডিয়ার অপব্যবহার প্রতিরোধে ফেসবুক ও টুইটারের পক্ষ থেকে বিশেষ কী ব্যবস্থা নেওয়া হবে তা জানার জন্য তলব করেছে ৷

লোকসভা সচিবালয়ের নোটিস অনুযায়ী, প্যানেলের মূল উদ্দেশ্য নাগরিক অধিকার সুরক্ষা ,সোশাল মিডিয়া বা অনলাইন নিউজ় মিডিয়া প্লাটফর্মের অপব্যবহার প্রতিরোধ , বিশেষত ডিজিটাল প্লাটফর্মে নারী সুরক্ষা প্রভৃতি সংক্রান্ত বিষয়ে ফেসবুক ও টুইটার প্রতিনিধিদের মন্তব্য শোনা ৷ 31 সদস্যবিশিষ্ট তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির নেতৃত্বে আছেন কেরালার তিরুবনন্তপুরম আসনের লোকসভা সংসদ শশী থারুর। সভা শুরু হবে 21 জানুয়ারি বিকেল 4 টা থেকে ৷

আরও পড়ুন : বিতর্কের মাঝে নতুন নীতির পরিকল্পনা স্থগিত হোয়াটসঅ্যাপের


প্রসঙ্গত, 8 ফেব্রুয়ারি ছিল ডেটা শেয়ারিং সংক্রান্ত আপডেট গ্রহণের শেষ সময়সীমা। কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানায়, ব্যবহারকারীদের ফোন নম্বর, লোকেশনের মতো তথ্য ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে শেয়ার করার অধিকার আছে এই অ্যাপের। এই নতুন প্রাইভেসি পলিসির কারণে হোয়াটসঅ্যাপের পরিবর্তে অন্যান্য় মেসেজিং অ্যাপ ব্যবহার করতে শুরু করে ব্যবহারকারীরা । পরে অবশ্য টুইট করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানায়, এই নতুন নীতি শুধুমাত্র যাঁরা বিজ়নেস অ্যাকাউন্ট ব্যবহার করেন তাঁদের জন্য৷ জনমানসে সুরক্ষাবিধি সংক্রান্ত ভুল ধারণা ভাঙানোর জন্য বিষয়টি আপাতত স্থগিত রাখা হল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.