ETV Bharat / bharat

বিনা প্ররোচনায় সীমান্তে গুলি পাকিস্তানি সেনার, শহিদ জওয়ান

author img

By

Published : Sep 5, 2020, 4:45 PM IST

Updated : Sep 5, 2020, 8:35 PM IST

আজ সন্ধে সাড়ে সাতটা নাগাদ নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার হামলা শুরু করে পাকিস্তান সেনা ।

Gunfight breaks out in Kupwara forests
কাশ্মীরে চলছে সেনা - জঙ্গির গুলির লড়াই

জম্মু, 5 সেপ্টেম্বর : ফের একবার সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানি সেনার । গোলাগুলিতে এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন । জখম আরও দুই জওয়ান ।

সন্ধে তখন প্রায় সাড়ে সাতটা । পুঞ্চের কিরনি ও দেগওয়ার সেক্টরে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর ব্যাপক মর্টার বর্ষণ শুরু করে পাকিস্তান সেনা । গুলিও চালায় । পালটা জবাব দেয় ভারতও । উত্তর কাশ্মীরের নওগাঁ সেক্টর বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা । মাঝারি ধরনের মর্টার দিয়ে হামলা চালায় পাকিস্তানি সেনা । সংঘর্ষে এক ভারতীয় জওয়ান শহিদ হন । জখম হয়েছেন আরও দুই জওয়ান ।

এদিকে, আজ বিকেল 4 টে নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে কুপওয়ারা । কাশ্মীর জ়োনাল পুলিশ সূত্রে খবর, হঠাৎই নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালায় জঙ্গিরা ৷ পালটা গুলি চালায় নিরাপত্তাবাহিনীর জওয়ানরাও ৷ কুপওয়ারার ওয়ারনাউ এলাকার ঘটনা ৷

গোপন সূত্রের খবর পেয়ে, 28 নম্বর রাষ্ট্রীয় রাইফেলস ও সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন জওয়ানদের একটি ইউনিট ওয়ারনাউয়ের দানা বেহাক জঙ্গলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে । আর ঠিক তখনই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ।

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুই জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে এবং তাদের জীবিত ধরার চেষ্টা চলছে ।

Last Updated :Sep 5, 2020, 8:35 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.