ETV Bharat / bharat

"গত কয়েকমাস চিন শব্দটাই বলেননি মিস্টার 56", মোদিকে খোঁচা রাহুলের

author img

By

Published : Jan 25, 2021, 5:56 PM IST

mr-56-hasnt-said-china-in-months-rahul-gandhis-swipe-at-pm
'গত কয়েকমাসে চিন শব্দটাই শোনা যায়নি মিস্টার 56-এর', মোদিকে খোঁচা রাহুলের

''গত কয়েকমাসে 'মিস্টার 56' চিন শব্দটাই উচ্চারণ করেননি।'' সিকিমের নাকু লা সীমান্তে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।

দিল্লি, 25 জানুয়ারি: সিকিম সীমান্তে ভারত ও চিনের মধ্যে ফের নতুন করে উত্তেজনা শুরু হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। চিন নিয়ে কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়েছে, তা দেশকে আরও দুর্বল করছে এবং চিনকে ভারতীয় ভূখণ্ডে অগ্রসরের সুযোগ করে দিচ্ছে বলে তোপ দেগেছেন রাহুল।

চিন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলে টুইটে রাহুল লিখেছেন, ''ভারতীয় ভূখণ্ডে নিজেদের অস্তিত্ব বাড়াচ্ছে চিন। মিস্টার 56 কয়েক মাস ধরে 'চিন' শব্দটাই মুখে আনেননি। হয়ত তিনি 'চিন' শব্দটি দিয়েই শুরু করতে পারতেন।''

চিন সমস্যার সমাধান নিয়ে তামিলনাড়ুর জনসভায় তাঁর বক্তব্যের একটি ক্লিপও তুলে ধরেছেন কংগ্রেস সাংসদ। সেই ক্লিপে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের উদ্দেশে তাঁকে বলতে দেখা গিয়েছে, ''মজবুত অর্থনীতি, কর্মরত যুব সম্প্রদায় ও সামাজিক সম্প্রীতিই হল ভারতের শক্তি। মিস্টার মোদি কি আমাদের কৃষক, শ্রমিক ও কর্মীদের সুরক্ষায় কিছু করেছেন কি? তিনি শুধু তাঁর শিল্পপতি বন্ধুদের সাহায্য করে ভারতকে ফাঁকা করে দিয়েছেন। চিনের আমাদের ভূখণ্ডে ঢোকার কোনও সাহসই হত না।''

আরও পড়ুন: এবার সিকিম, ফের ভারত-চিন সেনা সংঘর্ষ সীমান্তে

সিকিম সীমান্তের নাকু লা সীমান্তে ভারতীয় ও চিনা সেনার মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে এই ঘটনা ঘটে বলে খবর৷ আগেরবারও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দিয়ে ভারতের দিকে ঢুকে পড়ার চেষ্টা করছিল চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ৷ এ বারও সিকিমের নাকু লায় একই ধরনের ঘটনা ঘটেছে৷ তখনই ভারতীয় সেনা বাধা দেয়৷ তার পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ এই ঘটনায় ভারতীয় সেনা ও পিএলএ দুই পক্ষের মধ্যে বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছেন৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.