ETV Bharat / bharat

''1962-র পর সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি,'' লাদাখ ইশুতে বিদেশমন্ত্রী

author img

By

Published : Aug 27, 2020, 4:36 PM IST

Updated : Aug 27, 2020, 5:25 PM IST

Ladakh border
Jayshankar

শান্তি ও সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কে দৃঢ় করা সম্ভব ৷ গালওয়ান ইশুতে বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

দিল্লি, 27 অগাস্ট : 1962 সালে ভারত-চিন যুদ্ধের কথা উল্লেখ করে পূর্ব লাদাখে চিনের সঙ্গে অবস্থান “1962-র পর সবচেয়ে উদ্বেগজনক ” বলে উল্লেখ করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 1962 সালের পর এটি সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি । 45 বছর পর এই সীমান্তে ভারতীয় জওয়ানরা শহিদ হয়েছেন ।

এস জয়শংকর বলেন, “বর্তমানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উভয় পক্ষের মোতায়েন করা বাহিনীর পরিমাণও অভূতপূর্ব । পূর্ব লাদাখের কিছু অংশে ভারত ও চিন একাধিকবার সামরিক ও কূটনৈতিক বৈঠক করেছে । ভারতীয় ও চিন বাহিনী মে মাস থেকে উত্তেজনাপূর্ণ স্ট্যান্ড-অফে রয়েছে।” প্রসঙ্গত, 15 জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিন সেনাদের সঙ্গে বিবাদে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । তা নিয়ে চিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন জয়শংকর । তিনি জানান, উত্তেজনা কমিয়ে আনতে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা হয় । ভারত চিনকে স্পষ্টভাবে জানিয়েছে, সীমান্ত অঞ্চলে শান্তিরক্ষা দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ভিত্তি ।

জয়শংকরের আরও সংযোজন, "একাধিক কূটনৈতিক এবং সামরিক আলোচনার পরও সাড়ে তিন মাস ধরে পূর্ব লাদাখে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে ৷" আরও জানান, অতীতে সীমান্ত পরিস্থিতি কূটনীতির মাধ্যমে সমাধান করা হত । বিগত কয়েক বছরে বেশ কয়েকটি সীমান্ত চুক্তি হয়েছে ৷ যেমন, দেপসাং, চুমার এবং ডোকলাম । প্রতিটি চুক্তিই আলাদা রকমের ছিল ৷ তবে সেসব সমস্যার সমাধান হয়েছে ৷

Last Updated :Aug 27, 2020, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.