ETV Bharat / bharat

মৃদু ভূ-কম্পে কাঁপল গুজরাতের কচ্ছ

author img

By

Published : Oct 25, 2020, 4:45 PM IST

mild-earthquake-in-gujarats-kutch-district
মৃদু ভূ-কম্পে কাঁপলো গুজরাটের কচ্ছ

গুজরাত সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে অনেকদিন আগেই কচ্ছ জেলাকে ভূকম্পন প্রবণ বলে চিহ্নিত করা হয়েছিল ৷ এর আগে 2001 সালে 6.9 মাত্রার ভূমিকম্পে গোটা গুজরাত কেঁপে গিয়েছিল ৷

আমেদাবাদ, 25 অক্টোবর : মৃদু ভূ-কম্পনে কেঁপে উঠল গুজরাতের কচ্ছ ৷ রবিবার সকালের এই ভূমিকম্পে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ সকাল 8 টা 18 মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.6 ।

আজ সকালে গান্ধিনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিকাল রিসার্চের তরফে ভূমিকম্পের খবর জানানো হয় ৷ এর উৎসস্থল ছিল কচ্ছ থেকে 12 কিলোমিটার পশ্চিমে আনজার শহরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ৷ সেখানে মাটি থেকে 19.5 কিলোমিটার গভীরে ভূ-কম্পনটির উৎস ছিল বলেও জানানো হয়েছে ৷ গুজরাত সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে অনেকদিন আগেই কচ্ছ জেলাকে ভূকম্পন প্রবণ বলে চিহ্নিত করা হয়েছিল ৷ এর আগে 2001 সালে 6.9 মাত্রার ভূমিকম্পে গোটা গুজরাত কেঁপে গিয়েছিল ৷ সেবার সম্পত্তির ক্ষয়ক্ষতির সঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন ৷

অন্য়দিকে, আজ অরুণাচল প্রদেশের চাঙ্গলাঙ্গ জেলায় একটি ভূমিকম্প অনুভূত হয় ৷ সেখানে রিখটার স্কেলে কম্পমের মাত্রা ছিল 4.2 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.