ETV Bharat / bharat

রাজস্থানের জাতীয় সড়কে কুকুরের মাংস খেলেন এক ব্যক্তি

author img

By

Published : May 22, 2020, 8:32 AM IST

Updated : May 22, 2020, 5:42 PM IST

দিন দু’য়েক আগেই কুকুরের মাংস খাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছিল ৷

man eating dog meat
কুকুরের মাংস খাচ্ছেন এক ব্যক্তি

শাহপুরা , 22 মে : লকডাউনে সাধারণ মানুষের দুর্দশার ছবি বার বার উঠে আসছে ৷ এবার খিদের চোটে মরা কুকুরের মাংস খেতে বাধ্য হলেন এক ব্যক্তি ৷ রাজস্থানের শাহপুরায় দিল্লি-জয়পুর জাতীয় সড়কে এমনই ভয়াবহ ছবি ধরা পড়ল ৷ প্রদ্যুমন সিং নারুকা নামে এক ব্যক্তি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিয়ো পোস্ট করেন ৷ ভিডিয়োটি প্রকাশের পর ভাইরাল হয় ৷ প্রশাসনের বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যায় সোশাল মিডিয়ায় ৷

‘‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি ’’ ৷ কবি সুকান্ত ভট্টাচার্য সেই কবে জীবনের এমন উপলব্ধিকে কাব্যে বর্ণনা করেছিলেন ৷ জীবনের এমন অভিজ্ঞতা ফের উপলব্ধি করলেন এদেশের মানুষ ৷ এক পেট খিদে নিয়ে রাজস্থানের শাহপুরায় দিল্লি-জয়পুর জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি ৷ রাস্তা থেকে ময়লা তোলার কাজ করেন তিনি ৷ লকডাউনে হয়ত বহুদিন খাবার জোটেনি ৷ খাবারের আশায় এদিক-ওদিক ঘুরছিলেন ৷ জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখেন রাস্তার উপর পড়ে রয়েছে কুকুরের মৃতদেহ ৷ সব ফেলে সেখানেই বসে পড়েন ৷ মরে যাওয়া কুকুরের মাংস নিয়ে মুখে পুরতে থাকেন ৷ শুনলে কোনও গল্প কথা বলে মনে হবে ৷ লকডাউনের এই ভয়াবহ ছবি এখন ভাইরাল ৷

প্রধুমন সিং নারুকা নামে এক ব্যক্তি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিয়ো পোস্ট করেন ৷ প্রদ্যুমনের দাবি, ‘‘দিল্লি যাওয়ার পথে ওই ব্যক্তিকে রাস্তার উপর মরা কুকুরের মাংস খেতে দেখি ৷ আমি গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞাসা করি, কী হয়েছে? আপনার কাছে খাবার নেই?’’ এরপর ওই ব্যক্তিকে উঠে রাস্তার পাশে অপেক্ষা করতে বলেন প্রদ্যুমন ৷ গাড়ি থেকে নেমে ওই শ্রমিককে কিছু খাবার ও টাকা দেন ৷ প্রদ্যুমন জানান, ‘‘ওই ব্যক্তি শ্রমিক না মানসিক ভারসাম্যহীন কেউ তা জানিনা ৷ তবে মানবিকতার খাতিরে ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য ৷ আমি তাই করেছি ৷’’ ঘনশ্যাম শুক্লা নামে এক ব্যক্তি জানান, ‘‘ঘটনাটা সত্যি ৷ এক ব্যক্তি কুকুরের মাংসা খাচ্ছিলেন ৷ তবে তিনি মানসিক ভারসাম্যহীন ৷’’

কুকুরের মাংস খেলেন এক ব্যক্তি
Last Updated : May 22, 2020, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.