ETV Bharat / bharat

দ্বিতীয় দিনে 197 কোটি টাকার মদ বিক্রি কর্নাটকে

author img

By

Published : May 6, 2020, 10:25 AM IST

bengaluru
bengaluru

সোমবার অর্থাৎ মদের দোকান খোলার প্রথমদিনেই 45 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল কর্নাটকে । দ্বিতীয়দিনে বিক্রি আরও বাড়ল।

বেঙ্গালুরু, 6 মে : বিভিন্ন জায়গায় খুলেছে মদের দোকান। ভিড় বাড়ছে দোকানগুলির সামনে । ঘণ্টার পর ঘণ্টা লাইনও দিচ্ছেন অনেকে । বড় অঙ্কের টাকা উপার্জন করছেন ব্যবসায়ীরা । প্রথমদিনেই কর্নাটকে প্রচুর মদ বিক্রির খবর সামনে এসেছিল। দ্বিতীয় দিনে এখানে 197 কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে জানা গেছে । যা প্রথমদিনের তুলনায় প্রায় পাঁচগুণ ।

আবগারি বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, গতকাল মোট 36.37 লাখ লিটার মদ বিক্রি হয়েছে । যার মূল্য 182 কোটি টাকা । এবং 15 কোটি টাকার বিয়ার বিক্রি হয়েছে । তিনি সংবাদমাধ্যমের কাছে বলেন, “আমরা কোনওদিন এই বিক্রি আশা করিনি । এই বিষয় অভূতপূর্ব ।”

সোমবার অর্থাৎ মদের দোকান খোলার প্রথমদিনেই 45 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল কর্নাটকে । এই খবর সাড়া ফেলেছিল দেশে । দ্বিতীয়দিনে বিক্রি প্রথমদিনকেও ছাপিয়ে গেল । লকডাউনের কারণে 41দিনের বিরতির পর কর্নাটকে সোমবার থেকে আবার খুলেছে মদের দোকানগুলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.