ETV Bharat / bharat

আজ কোচির NIA কোর্টে পেশ করা হবে সোনা পাচারের 2 মূল অভিযুক্তকে

author img

By

Published : Jul 12, 2020, 3:12 PM IST

কেরালার সোনা পাচারের ঘটনায় গতকাল গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে ৷ আজ তাদের কোচির NIA কোর্টে তোলা হবে ৷

Kerala
কেরালা

বেঙ্গালুরু , 12 জুলাই : কেরালার সোনা পাচারের ঘটনায় অন্যতম দুই অভিযুক্ত স্বপ্না সুরেশ এবং সন্দীপ নায়ারকে আজ কোচির NIA কোর্টে তোলা হবে ৷ গতকালই বেঙ্গালুরু থেকে তাঁদের গ্রেপ্তার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র প্রতিনিধি দল ৷

প্রসঙ্গত, ঠিক এক সপ্তাহ আগে গত রবিবার অর্থাৎ 5 জুলাই তিরুবনন্তপুরমে সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাসের ঠিকানা লেখা একটি পার্সেলের ভিতর থেকে উদ্ধার হয় 30 কেজি সোনা ৷ সেই সোনা পাচারের ঘটনায় নাম জড়িয়ে পড়তে শুরু করে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের দপ্তরের ৷ বৃহস্পতিবার অর্থাৎ , 9 জুলাই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) -র হাতে ৷ NIA এরপর শুক্রবার অর্থাৎ 10 জুলাই মামলা নথিভুক্ত করে ৷

কোচির কাস্টমস বিভাগের তরফে বাজেয়াপ্ত এই সোনার মূল্য প্রায় 15 কোটি টাকা ৷ ঘটনায় তিরুবনন্তপুরমের স্বপ্না , সরিথ , সন্দীপ নায়ার এবং ফাজ়িল ফারিদ এই চার অভিযুক্তকে তালিকাভুক্ত করা হয় ৷ স্বপ্না ও সন্দীপের নাম প্রকাশ্যে আসার পর থেকেই তারা পালিয়ে বেড়াচ্ছিল ৷ 6 জুলাই সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাসের প্রাক্তন জনসংযোগ আধিকারিক সরিথ পি এস-কে গ্রেপ্তার করে কাস্টমসের আধিকারিকরা ৷ অন্যদিকে , অভিযুক্তদের তালিকায় নাম থাকা শারজার বাসিন্দা ফাজ়িল ফরিদকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি ৷ এই ফাজ়িল ফরিদই UAE দূতাবাসে ওই পার্সেলটি পাঠাচ্ছিল ৷ এরপরই 11 জুলাই কেরালার সোনা পাচারের ঘটনায় অন্যতম দুই মূল অভিযুক্ত স্বপ্না সুরেশ ও সন্দীপ নায়ারকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা ( NIA )-র প্রতিনিধিরা ৷ আজ তাদের কোচির NIA কোর্টে তোলা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.