ETV Bharat / bharat

চিনা স্পনসরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে IOA ?

author img

By

Published : Jun 19, 2020, 9:24 AM IST

Updated : Jun 19, 2020, 9:56 AM IST

ফাইল চিত্র
ফাইল চিত্র

এগজ়িকিউটিভ মিটিংয়ে এই নিয়ে আলোচনা হবে । এটা এমন একটা বিষয় যা নিয়ে এই সংস্থার সকলকে একসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে । চিনা স্পনসরের বিষয়ে একথা বলেন IOA-র কোষাধক্ষ্য আনন্দেশ্বর পান্ডে ।

দিল্লি, 19 জুন : চিনা স্পনসরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ? পরবর্তী এগজ়িকিউটিভ কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন IOA-র কোষাধক্ষ্য আনন্দেশ্বর পান্ডে ।

সোমবার লাদাখের গালওয়ান ভ্যালিতে 20 জন জওয়ানের মৃত্যুর পরই দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের দাবি উঠেছে । চিনা পণ্য পুড়িয়ে একাধিক জায়গায় বিক্ষোভও দেখান অনেকে । ইতিমধ্যেই চিনা সংস্থার সঙ্গে 470 কোটির চুক্তি বাতিল করেছে ভারতীয় রেল । এদিকে গ্রাহকদের ৪G পরিষেবা দেওয়ার জন্য কোনওভাবেই চিনা প্রযুক্তি ব্যবহার করা যাবে না বলে BSNL-কে এই নির্দেশ দিয়েছে টেলিকম মন্ত্রক ৷ তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, IOA-কি তাহলে চিনের স্পনসরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ? যদিও এখনই এব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি তারা । আগামী এগজ়িকিউটিভ মিটিংয়ে এই নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে ।

এবিষয়ে আনন্দেশ্বর পান্ডে বলেন, "এগজ়িকিউটিভ মিটিংয়ে এই নিয়ে আলোচনা হবে । এটা এমন একটা বিষয় যা নিয়ে সংস্থার সকলকে একসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে । এক্ষেত্রে কারও একার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সঙ্গে হবে না ।"

লাদাখে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গালওয়ান উপত্যকায় রাস্তা তৈরি নিয়ে মে মাসের শুরু থেকেই মুখোমুখি হয় দুই দেশের সেনা । নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি সামাল দিতে একাধিক বৈঠক করেন দু'দেশের কম্যান্ডাররা । কিন্তু সোমবার রাতে হঠাৎই উত্তপ্ত হয় পরিস্থিতি । দু'পক্ষের সংঘর্ষ ঘিরে শহিদ হন 20 জনের । লাদাখের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ সর্বদলীয় বৈঠকও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

Last Updated :Jun 19, 2020, 9:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.