ETV Bharat / bharat

15 জুলাই পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা

author img

By

Published : Jun 26, 2020, 5:19 PM IST

Updated : Jun 26, 2020, 6:03 PM IST

15 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা । DGCA-র তরফে ঘোষণা করা হয় ।

plane
plane

দিল্লি, 26 জুন : আন্তর্জাতিক বিমান চলাচল 15 জুলাই পর্যন্ত স্থগিত করা হল । আজ DGCA (ডিরেক্টর জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন)-র তরফে ঘোষণা করা হয় । ভারতীয় বিমানবন্দরগুলি থেকে কোনও বিমান বিদেশে যাবে না । বিদেশের কোনও বিমান ভারতের বিমানবন্দরে অবতরণ করবে না ।

তবে বিভিন্ন আন্তর্জাতিক কার্গো কার্যকলাপ একইভাবে চলবে । বিমান নিয়ন্ত্রকের অনুমোদিত বিশেষ বিমানগুলির উপরেও কোনও নিষেধাজ্ঞা জারি হচ্ছে না ।

কোরোনা ভাইরাস প্যানডেমিকে মার্চ মাসে লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার । সেইসময় বন্ধ করা হয় অসামরিক বিমান পরিষেবা । অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয় । তবে ‘বন্দে ভারত’ মিশনে একাধিক আন্তর্জাতিক বিমান ভারতে অবতরণ করে । লকডাউনে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতেই এই উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার । এবং 25 মে থেকে আবার চালু হয় ঘরোয়া উড়ান ।

গত সপ্তাহে অসামরিক বিমানমন্ত্রী হরদীপসিং পুরি জানিয়েছিলেন, আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর বিষয়ে আগামী সপ্তাহে (অর্থাৎ এই সপ্তাহে) সিদ্ধান্ত নেবে ভারত । কোরোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিচার করে এবং সম্পূর্ণ ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকলে , রাজ্য সরকার প্রস্তুত থাকলে জুলাইয়ে আন্তর্জাতিক বিমান পরিষেবা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়ে আজ বিমান মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় । নির্দেশিকায় উল্লেখ করা হয়, “15জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ভারত থেকে বিদেশের উদ্দেশে উড়ান বন্ধ থাকবে । ভারতেও কোনও আন্তর্জাতিক বিমান অবতরণ হবে না । তবে আন্তর্জাতিক কার্গো কার্যকলাপ এবং DGCA অনুমোদিত বিমানে এই নিষেধাজ্ঞা কার্যকরী নয় । পরিস্থিতির ভিত্তিতে কর্তৃপক্ষ নির্ধারিত কয়েকটি নির্দিষ্ট রুটে আন্তর্জাতিক বিমান চলাচল হতে পারে ।”

Last Updated : Jun 26, 2020, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.