ETV Bharat / bharat

কোরোনা আবহ কতটা প্রভাব ফেলেছে পর্যটন শিল্পে

author img

By

Published : Sep 27, 2020, 7:01 AM IST

ভারতের ট্যুরিজ়ম সেক্টর
ভারতের ট্যুরিজ়ম সেক্টর

আজ বিশ্ব পর্যটন দিবস৷ কেন আজ পালিত হয় এই দিনটি? কবেই বা প্রথম এই দিনটি পালিত হয়েছিল?

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর : পর্যটন বা ভ্রমণব্যবস্থা নিয়েও বিশ্বে একটি দিন পালিত হয় ! মানতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি ৷ প্রতি বছর 27 সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি ৷ আজকের দিনেই 1970 সালে ইন্টারন্যাশেনাল ইউনিয়ন অফ অফিসিয়াল ট্র্যাভেল অরগানাইজ়েশন (IUOTO)-এর তরফে মেক্সিকোতে একটি বিশেষ অধিবেশন ডাকা হয় ৷ ওই অধিবেশনেই ওয়ার্ল্ড ট্যুরিজ়ম অরগানাইজ়েশন নামটি গৃহীত হয় ৷ তার ঠিক নয় বছর পর 1979-এর সেপ্টেম্বর মাসের শেষের দিকে ওয়ার্ল্ড ট্যুরিজ়ম অরগানাইজ়েশন বা (UNWTO) ওয়ার্ল্ড ট্যুরিজ়ম ডে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে ৷ সেই মত পরের বছর অর্থাৎ 1980 সালে সেপ্টেম্বর মাসের 27 তারিখে প্রথম বারের জন্য পালিত হয় ওয়ালর্ড ট্যুরিজ়ম ডে ৷

জানা আছে...

  • দা ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজ়ম অর্গানাইজেশনের অনুমান বিশ্বজুড়ে ভ্রমণ ট্র্যাফিকে হার 58 শতাংশ থেকে কমে হয়েছে 78 শতাংশ ৷
  • বিশ্বের প্রতি 10 জনের মধ্যে একজন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ৷ কিন্তু কোরোনা পরিস্থিতির জেরে ট্যুরিজ়মের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এমন 100 থেকে 120 মিলিয়ন কাজ আজ সংকটে ৷
  • এই পরিস্থিতিতে গ্রামীণ সম্প্রদায়গুলির যুবসমাজের বেকারত্বের সম্ভাবনা তিনগুণ বেশি ৷ পর্যটন হল লাইফলাইন, বিদেশে না গিয়েও যুবসমাজকে অর্থ উপার্জনের রাস্তা দেখায় ৷
  • একটি বৃহৎ সংখ্যক পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থাগুলি হল অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি মাপের (MSME) ৷ এই সমস্ত সংস্থাগুলিতে কর্মরত মানুষের সংখ্যা 50 জনেরও কম ৷
  • পর্যটনের সঙ্গে যুক্ত থাকা ও খাওয়ার মত সাবসেক্টর পরিষেবার সঙ্গে যুক্ত 51 মিলিয়ন ব্যবসা প্রবল সংকটের সম্মুখীন হয়েছে ৷

ভারতের ট্যুরিজ়ম সেক্টর এক নজরে

  • বিশ্ব অর্থনৈতিক ফোরামের মতে ভ্রমণ এবং পর্যটন প্রতিযোগিতা সূচক (TTCI) 2019-এ বিশ্বের 140টি দেশের মধ্যে 34 নম্বরে রয়েছে ভারত ৷
  • ভারত 11 মিলিয়ন বিদেশি পর্যটকদের গ্রহণ করে যেটি ভারতের আয়তন ও ধারণশক্তির তুলনায় অনেক কম ৷
  • ভারতে সব থেকে বেশি কর্মসংস্থান তৈরি করে ট্যুরিজ়ম সেক্টর ৷ 2019 সালে তথ্য অনুযায়ী ভারতের ট্যুরিজ়ম সেক্টরে 4.2 কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে ৷ যা সারা দেশের মোট কর্মসংস্থানের 8.1 শতাংশ ৷ আগামীদিনে এই সেক্টরে কর্মসংস্থানের হার বার্ষিক 2 শতাংশ করে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ৷ এবং 2028 এর মধ্যে 52.3 মিলিয়ন কর্মসংস্থান তৈরি হবে ৷
  • ভারতের মোট GDP-র হারের 9.2 শতাংশ ট্যুরিজ়ম শিল্প থেকে ৷ এবং দেশের জনসংখ্যার 8 শতাংশ কর্মসংস্থান সৃষ্টি করেছে ৷ দেশের জাতীয় আয়ের 28 বিলিয়ন ডলার আসে ট্যুরিজ়ম সেক্টর থেকে ৷

এই পরিস্থিতিতে ট্যুরিজ়ম সেক্টরকে পুনরায় সতেজ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার ৷ একাধিক প্রকল্প চালু করা হয়েছে ৷ যার মধ্যে সবার উপরে রয়েছে আত্মনির্ভর ভারত প্রকল্প ৷

ওয়ার্ল্ড ট্যুরিজ়ম অর্গানাইজেশন (UNWTO) এর সর্বশেষ বিশ্লেষণ অনুসারে, সেপ্টেম্বরের শুরুর দিকে, 53 শতাংশ গন্তব্যগুলিতে ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি সহজ হয়েছে । তবুও, অনেক দেশের সরকার এখনও সতর্কতামূলক মনভাব নিয়ে আছে ৷ ওয়ার্ল্ড ট্যুরিজ়ম অর্গানাইজেশন বিশ্লেষণ অনুসারে দেখা যাচ্ছে লকডাউনের জেরে বছরের প্রথমভাগে আন্তর্জাতিক ভ্রমণে ব্যাপক প্রভাব ফেলেছে। যার জেরে লাখ লাখ কর্মসংস্থান ও ব্যবসা আজ সংকটের মধ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.