ETV Bharat / bharat

কোরোনার দুঃসময়ে অর্থনীতিকে সমস্যায় পড়তে দেয়নি সরকার : নাড্ডা

author img

By

Published : Sep 5, 2020, 10:57 PM IST

nadda
নাড্ডা

স্বাস্থ্য ও অর্থনীতি সংক্রান্ত সরকারের একাধিক পদক্ষেপের কথা বিশ্লেষণ করেন জে পি নাড্ডা । তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রক ও দেশের কোরোনার পরিসংখ্যানও ।

ভুবনেশ্বর, 5 সেপ্টেম্বর : ভারত লকডাউনের মতো সাহসী পদক্ষেপ ঠিক সময়ে করায় 130 কোটি মানুষের জীবন বেঁচে গেছে । শুধু তাই নয়, কোরোনা পরিস্থিতিতে ভারতের অর্থনীতিকেও সরকার দেখভাল করায় ভারতীয় অর্থনীতির শোচনীয় অবস্থাই আজ এক নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে । ওড়িশায় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর একথা বলেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ।

মানুষের জীবন রক্ষার্থে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ করেছে । নাড্ডা বলেন, "যখন বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলি কোরোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে তখন আমাদের প্রধানমন্ত্রী নিজের সিদ্ধান্তে স্থির ছিলেন । তিনি লকডাউন করেছেন দেশে । যার ফরে আজ 130 কোটি মানুষের জীবন বেঁচে গেছে ।" জীবন থাকলে দেশও থাকবে, তাই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের স্বাস্থ্য ব্যবস্থা ।

কোরোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার । সেসব তুলে ধরে আজ নাড্ডা বলেন, "প্যানডেমিক কোরোনা বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল লকডাউন । কিন্তু তাতে দেশের অর্থনীতি সমস্যার মুখে পড়তে পারত । যা সরকার হতে দেয়নি । আত্মনির্ভর ভারত বা গরিব কল্যাণ যোজনার ঘোষণা করে এই অর্থনীতি উজ্জীবিত করতে সাহায্য করেছে সরকার ।" তিনি আরও জানান, ভারতের এই পদক্ষেপ রাষ্ট্রসংঘেও প্রশংসিত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.