ETV Bharat / bharat

বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে তিন কোটি

author img

By

Published : Oct 5, 2020, 2:31 PM IST

কোরোনা আক্রান্তের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত । দেশে এখনও পর্যন্ত 66 লাখ 22 হাজার 180 জন মানুষ কোরোনা আক্রান্ত হয়েছেন ।

Corona
Corona

হায়দরাবাদ, 5 অক্টোবর : বিশ্বে ক্রমেই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন কোটির বেশি । মৃত্যু হয়েছে 10 লাখ 41 হাজার 537 জনের । অপরদিকে, এখনও পর্যন্ত কোরোনা মুক্ত হয়েছেন 2.6 কোটির বেশি মানুষ ।

এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের শীর্ষে রয়েছে অ্যামেরিকা । সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 76 লাখ 36 হাজার 912 । কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 লাখ 17 হাজার 611 জনের ।

কোরোনা আক্রান্তের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত । দেশে এখনও পর্যন্ত 66 লাখ 22 হাজার 180 জন মানুষ কোরোনা আক্রান্ত হয়েছেন । মৃত্যু হয়েছে 1 লাখ 2 হাজার 685 জনের । যদিও বিশ্বে কোরোনা মুক্তের হরে শীর্ষে রয়েছে ভারত । ইতিমধ্যেই প্রায় 55 লাখের উপর মানুষ কোরোনা মুক্ত হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.