ETV Bharat / bharat

হরিয়ানায় দেওয়াল চাপা পড়ে মৃত 3 নাবালকসহ 5

author img

By

Published : Oct 5, 2019, 10:03 AM IST

হরিয়ানায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু তিন শিশু সহ পাঁচ

হরিয়ানার অম্বালা ক্যান্টনমেন্টে দেওয়াল চাপা পড়ে তিন নাবালকসহ পাঁচজনের মৃত্যু হল ৷ মৃতদের নাম তসলিম (43), বালা স্বামী (22), অমিত (12), সুজিত (7), বাবু শামিল (5) ৷

অম্বালা (হরিয়ানা), 5 অক্টোবর : হরিয়ানার অম্বালা ক্যান্টনমেন্টে দেওয়াল চাপা পড়ে তিন নাবালকসহ পাঁচজনের মৃত্যু ৷ দুর্ঘটনায় জখম আরও দুই ৷ গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতদের নাম তসলিম (43), বালা স্বামী (22), অমিত (12), সুজিত (7), বাবু শামিল (5) ৷

খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ ঘটনায় আহত আরও একটি শিশু ও তার মা ৷ তারা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, মৃতদের প্রত্যেকেই ময়লা কুড়োনোর মজুরের কাজ করত ৷ প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতরা পুরোনো দেওয়ালের পাশে ঝোপড়িতে থাকত ৷ দুর্ঘটনার সময় তারা ঘুমাচ্ছিল ৷ তখনই হঠাৎই তাদের উপর দেওয়ালটি পড়ে যায় ৷

New Delhi, Oct 05 (ANI): We all know that low birth weight leads to various health issues at birth; however, a recent study has revealed that it is associated with cardiovascular risk as well in children. In the study published in the 'Journal of Developmental Origins of Health and Disease', researcher Amna Umer explored how low birth weight correlates to cardiovascular risk factors in childhood.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.