ETV Bharat / bharat

শিল্পা শেট্টির স্বামীকে তলব ED-র, অভিযোগ গ্যাংস্টার যোগেরও

author img

By

Published : Oct 29, 2019, 9:54 AM IST

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কুন্দ্রার সঙ্গে রজনীত বিন্দ্রা ও বাস্টিয়াল হসপিটালিটি নামে একটি সংস্থার লেনদেনের বিষয়টি মাথায় রেখেই তদন্ত এগোচ্ছে ৷ লেনদেন সম্পর্কে বিশদে তথ্য জানতেই ডাকা হচ্ছে রাজকে

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে তলব ED-র

মুম্বই, 29 অক্টোবর: বলিউড অভিনেত্রীর স্বামীকে এবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ৷ বলি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে ডেকে পাঠিয়েছে ED ৷ আর্থিক তছরুপ ও মৃত গ্যাংস্টার ইকবাল মির্চির সঙ্গে যোগসাজশ সংক্রান্ত অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ 4 নভেম্বর তদন্তকারী অফিসাররা ডেকে পাঠিয়েছেন কুন্দ্রাকে ৷ তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে ওইদিনই ৷

আর্থিক তছরুপ প্রতিরোধী আইনে (PMLA) তদন্ত শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কুন্দ্রার সঙ্গে রজনীত বিন্দ্রা ও বাস্টিয়াল হসপিটালিটি নামে একটি সংস্থার লেনদেনের বিষয়টি মাথায় রেখেই তদন্ত এগোচ্ছে ৷ লেনদেন সম্পর্কে বিশদে তথ্য জানতেই ডাকা হচ্ছে রাজকে ৷ এর আগে বিন্দ্রাকে গ্রেপ্তার করেছিল ED ৷

2013 সালে লন্ডনে মৃত্যু হয় মির্চির ৷ তাঁর পরিবারের অন্য সদস্যদের নামেও আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে ৷ সেই সূত্রে মুম্বইয়ে একটি রিয়েল এস্টেট সংস্থার নথি খতিয়ে দেখতে গিয়ে রাজ কুন্দ্রার সঙ্গে যোগসূত্রের সন্ধান পায় ED ৷ নাম জড়ায় অভিনেত্রীরও ৷ নিজেদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তারকা দম্পতি ৷

Imphal (Manipur), Oct 29 (ANI): Locals of Imphal thronged the markets ahead of the festival of Ningol Chakouba celebrated by people of Manipur. On this festival, married daughters are invited to parental house for a grand feast. The word 'Ningol' means daughter and 'Chakouba' means feast. The festival reinforces the bond that exists between siblings and parents. The occasion is observed on the second day of new moon in the Manipuri month Hiyangei.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.