ETV Bharat / bharat

লাদাখের পৃথকীকরণকে স্বাগত, বিবৃতি রাজা হরি সিংয়ের ছেলের

author img

By

Published : Aug 8, 2019, 2:14 PM IST

লাদাখের পৃথকীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানালেন হরি সিংয়ের ছেলে করণ সিং ।

করণ সিংয়ের বিবৃতি

দিল্লি, 8 অগাস্ট : 1947 সালের 27 অক্টোবর । মহারাজা হরি সিং ভারতের সঙ্গে স্বাক্ষর করেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যকসেশন । 5 অগাস্ট রাজ্যসভায় দাঁড়িয়ে তাঁর ছেলে তথা কংগ্রেস সাংসদ করণ সিং জানিয়েছিলেন সেইদিন বাড়িতে ছিলেন তিনিও । সেই চুক্তিপত্র সইয়ের 3 বছর পর 370 ধারা লাগু করা হয় জম্মু ও কাশ্মীরে । কয়েকদিন আগে সেই ধারা প্রত্যাহার করা হয় । পাশাপাশি পুনর্গঠন বিল পাশের মাধ্যমে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় লাদাখকে । লাদাখের পৃথকীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানালেন হরি সিংয়ের ছেলে করণ সিং ।

করণ সিং বলেন, "লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার বিষয়টিকে আমি স্বাগত জানাচ্ছি । লিঙ্গ বৈষম্যমূলক 35-এ ধারাটি প্রত্যাহার করায় ভালো হয়েছে । আমার মূল দাবি, জম্মু ও কাশ্মীরের সমস্ত অঞ্চলগুলিতে আরও কল্যাণমূলক কাজ হোক । পাশাপাশি আমি চাই লেহ ও কারগিলের হিল কাউন্সিগুলি তাদের কাজ জারি রাখুক ।"

করণ সিংয়ের বিবৃতি
করণ সিংয়ের বিবৃতি

এদিকে জম্মু ও কাশ্মীরে নতুন করে হতে চলা আসন বিন্যাসকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "এই প্রথমবার জম্মু এলাকার সঙ্গে কাশ্মীরের রাজনৈতিক ক্ষমতার সামঞ্জস্য থাকবে ।" পাশাপাশি কাশ্মীর উপত্যকায় বন্দী থাকা রাজনৈতিক ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবিও তোলেন করণ সিং । বিবৃতিতে 370 ধারা প্রত্যাহার ও লাদাখের পৃথকীকরণ বিষয় ছাড়াও করণ সিং বলেন, "1965 সালে আমি জম্মু ও কাশ্মীরের রাজা ছিলাম । সেই সময়ই আমি জম্মু ও কাশ্মীরের পুনর্গঠনের প্রস্তাব রেখেছিলাম ।"

Mumbai, Aug 08 (ANI): Former external affairs minister Sushma Swaraj was cremated at the Lodhi crematorium yesterday. She died on Tuesday night at AIIMS following cardiac arrest. Speaking on this mournful moment veteran actor Anil Kapoor said, "We lost her very early. I have admired her from far. There are some leaders with whom you have never met but feel a connection with. You know that whatever she was doing, was for the nation. She was someone I really looked up to."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.