ETV Bharat / bharat

দিল্লিতে এখনও দূষণের মাত্রা ঊর্ধ্বমুখী

author img

By

Published : Oct 28, 2020, 12:36 PM IST

Air pollution in Delhi is getting worse
দিল্লিতে টানা পাঁচ দিনে দূষণের মাত্রা ঊর্ধ্বমুখী

বুধবার দিল্লির বাতাসে দূষণের মাত্রা আরও বৃদ্ধি হবে বলে জানিয়েছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি ।

দিল্লি, 28 অক্টোবর : ফের দূষণের চাদরে মুড়তে চলেছে রাজধানী দিল্লি । আজ সকাল দশটায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল 281। অর্থাৎ বাতাসে দূষণের মাত্রা অনেক বেশি ।

গত পাঁচ দিন ধরে দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে চলেছে । গতকাল এই মাত্রা ছিল 312 । সোমবার 353, রবিবার 349, শনিবার 345 এবং শুক্রবার ছিল 366 । AQI অনুযায়ী, শূন্য থেকে 50 অবধি ভালো, 51 থেকে 100 সন্তোষজনক, 101 থেকে 200 পর্যন্ত মাঝারি, 201 থেকে 300 পর্যন্ত খারাপ, 301 থেকে 400 পর্যন্ত অত্যন্ত খারাপ এবং 401 থেকে 500 পর্যন্ত দূষণের মাত্রা থাকলে তা অত্যন্ত সংকটজনক । IMD-র এক বিজ্ঞানী জানিয়েছেন, মঙ্গলবার বাতাসের গতিবেগ তুলনামূলকভাবে বেশি থাকায় দূষণ ছড়িয়ে পড়েছে । কিন্তু, আজ বাতাসের গতিবেগ স্বাভাবিক থাকায় দূষণ জমাট বেঁধে রয়েছে । আগামীকালের মধ্যে বাতাসের গুণমান অত্যন্ত খারাপ হবে বলে জানিয়েছেন তিনি । বাতাসের গুণমান মাপার জন্য ভূ-বিজ্ঞান মন্ত্রকের যন্ত্র SAFAAR-এর তথ্য অনুযায়ী, গতকাল দুপুর আড়াইটে পর্যন্ত দিল্লিতে নাড়া জ্বালানোর পরিমাণ 23 শতাংশ বৃদ্ধি পেয়েছিল । চলতি বছরে এটাই সব থেকে বেশি মাত্রার নাড়া পোড়ানো । মঙ্গলবার সেই মাত্রা ছিল 16 শতাংশ । রবিবার ছিল 19 শতাংশ এবং শনিবার ছিল 9 শতাংশ ।

বাতাসের গতিবেগ বেশি থাকলে পঞ্জাব ও হরিয়ানা থেকে নাড়া পোড়ানোর পর দূষণ আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে । SAFAAR-এর তথ্য অনুযায়ী সোমবার সবথেকে বেশি (1,943) নাড়া পোড়ানো হয়েছে । IMD-র তথ্য অনুযায়ী, বাতাসের গতিবেগ ঘণ্টায় চার কিলোমিটার ছিল । বাতাসের অভিমুখ ছিল উত্তর-পশ্চিম দিকে । তাপমাত্রা ছিল 13 দশমিক 8 ডিগ্রি সেলসিয়াস । বাতাসের গতিবেগ স্বাভাবিক থাকলে এবং তাপমাত্রা কম হলে দূষণ কম ছড়ায় । কিন্তু গতিবেগ বেশি হলেই তা অনেক বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে । 31 অক্টোবর পর্যন্ত দিল্লির বাতাসের গুণমান অত্যন্ত খারাপ থাকবে বলে আগেই সর্তকতা জারি করেছিল কেন্দ্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.