ETV Bharat / bharat

বাড়ছে ব্রহ্মপুত্রর জলস্তর, অসমে মৃত বেড়ে 109

author img

By

Published : Aug 1, 2020, 3:33 PM IST

অসম
অসম

অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্টের রিপোর্ট অনুযায়ী, 21টি জেলা জলের তলায় । 10 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত । ক্ষতিগ্রস্ত চাষজমিও ।

গুয়াহাটি, 1 অগাস্ট : আবারও বাড়ছে ব্রহ্মপুত্রর জলস্তর । আগামীকালের মধ্যে আরও আট সেন্টিমিটার বাড়ার সম্ভাবনা রয়েছে । এদিকে গত 24 ঘণ্টায় বন্যায় আরও একজনের মৃত্যু হয়েছে । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 109 । ধসের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 26 জনের । অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্টের রিপোর্ট অনুযায়ী, 21টি জেলা জলের তলায় । 10 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত । ক্ষতিগ্রস্ত চাষজমিও ।

ধেমাজি, লখিমপুর, শোণিতপুর, বিশ্বনাথ, দারাং, বক্সা, বারপেটা, চিরাং, বনগাইগাওঁ, কোকরাজহার, ধুবরি, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া, কামরূপ, কামরূপ মেট্রোপলিটন, মরিগাওঁ, নগাওঁ, গোলাঘাট, জোরহাট, মাজুলি, শিবসাগর এবং ডিব্রুগড় জেলার মানুষ বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত । সবথেকে ক্ষতিগ্রস্ত জেলাগুলির তালিকায় রয়েছে গোয়ালপাড়া । এখানে প্রায় 3.76 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । ক্ষতিগ্রস্ত মরিগাওঁ-ও । এখানে প্রায় 2.34 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । ধুবরি জেলায় ক্ষতিগ্রস্ত 1.52 লাখ । গত 24 ঘণ্টায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয়দের সহযোগিতায় 46 জনকে উদ্ধার করা হয়েছে ।

উদ্ধারকাজে NDRF

রোজকার মতো আজও সকাল থেকে উদ্ধারকাজে নেমেছেন NDRF-এর কর্মীরা । এই এলাকাগুলিতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন তাঁরা । এবিষয়ে গুয়াহাটির ইন-চার্জ জগদীশ নাথ বলেন, "আজ নতুন করে একটি জেলায় জল ঢুকেছে । আমরা এসেছি সকালে । লোকজনকে উদ্ধারের কাজ চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.