ETV Bharat / bharat

সাইরাস ইশুতে ট্রাইবুনালের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে টাটা সন্স

author img

By

Published : Jan 2, 2020, 9:22 PM IST

Updated : Jan 5, 2020, 7:22 PM IST

NCLAT-র রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল টাটা সন্স । 6 জানুয়ারি থেকে শুনানি শুরুর আর্জি ।

টাটা সন্স
টাটা সন্স

দিল্লি, 2 জানুয়ারি : 18 ডিসেম্বর NCLAT (ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইবুনাল) -এর রায়ে টাটা সন্সের চেয়ারম্যান পদে সাইরাস মিস্ত্রিকে ফেরানোর নির্দেশ দেওয়া হয় । ট্রাইবুনালের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ সুপ্রিম কোর্টে গেল টাটা সন্স । 6 জানুয়ারি থেকে মামলাটির শুনানি শুরুর আর্জি জানানো হয়েছে ।

সাইরাস পালোনজি মিস্ত্রি ভারতীয় বংশোদ্ভুত আইরিশ ব্যবসায়ী । 2012 সালে টাটা গ্রুপের চেয়ারম্যান পদে বসানো হয় তাঁকে । প্রায় চার বছর এই পদে কাজ করার পর 2016 সালের 24 অক্টোবর ভোটের মাধ্যমে তাঁকে এই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় টাটা গ্রুপ । সাইরাসকে সরানোর পর অন্তর্বতীকালীন চেয়ারম্যান হন রতন টাটা । কয়েকমাস পর নটরাজন চন্দ্রশেখরনকে গ্রুপের চেয়ারম্যান করা হয় । তারপর NCLAT-তে যায় টাটা সন্স । যান সাইসারও । তিন বছর পর 18 ডিসেম্বর ট্রাইবুনাল রায় দেয়, সাইরাসকে সরানো এবং নটরাজন চন্দ্রশেখরনকে গ্রুপের চেয়ারম্যান করা দু'টোই অবৈধ ।

NCLAT -র এই রায়ে সাইরাসকে টাটা সন্সের পাশাপাশি টাটা কলসালটেন্সি সার্ভিস, টাটা ইন্ডাস্ট্রিজ় ও মহারাষ্ট্রের টাটা টেলি সার্ভিসেসেরও প্রধান হিসেবে পুনর্বহাল করতে বলা হয় । ট্রাইবুনালের রায় কার্যকর করতে চার সপ্তাহ সময় দেওয়া হয় । তার আগেই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল টাটা সন্স ।

এই সংক্রান্ত আরও খবর : মামলায় জয়, টাটা সন্সের এগজ়িকিউটিভ চেয়ারম্যান পদে ফিরছেন সাইরাস

New Delhi, Jan 02 (ANI): Senior Nationalist Congress Party (NCP) leader and former Member of Parliament DP Tripathi passed away at age of 67 in Delhi on Jan 02. NCP leader was battling cancer. DP Tripathi was one of the prominent leaders of NCP. Tripathi held the post of party's general secretary.

Last Updated : Jan 5, 2020, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.