ETV Bharat / bharat

কালচার্ড কোষকে কোরোনা থেকে বাঁচাতে অ্যান্টিবডির আবিষ্কার বিজ্ঞানীদের

author img

By

Published : May 6, 2020, 7:03 PM IST

প্রচলিত থেরাপিউটিক অ্যান্টিবডিগুলির থেকে সম্পূর্ণভাবে আলাদা হিউম্যান অ্যান্টিবডি । এই অ্যান্টিবডি সাধারণত হিউম্যানাইজ়ড হওয়ার আগে অন্যান্য প্রজাতির মধ্যে বিকাশ লাভ করে যাতে এই অ্যান্টিবডিগুলি পরে মানুষের শরীরে প্রবেশ করানো যেতে পারে । এই আবিষ্কারের ফলে কোরোনা চিকিৎসা বা কোরোনা প্রতিরোধের জন্য সম্পূর্ণ হিউম্যান অ্যান্টিবডি বিকাশের দিকে একাধাপ এগোনো গিয়েছে ।

Breaking News

হায়দরাবাদ, 6 মে : বিশ্বজুড়ে কোরোনার সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে । কালচার্ড কোষগুলিতে SARS-CoV-2 (COVID-19) ভাইরাসের সংক্রমণ রুখতে একটি সম্পূর্ণ হিউম্যান মনোক্লোনাল অ্যান্টিবডির আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা । ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়, ইরাসমাস মেডিকেল সেন্টার ও হারবার বায়োমেড (HBM)-র বিজ্ঞানীরা এই অ্যান্টিবডির আবিষ্কার করেছেন ।

প্রচলিত থেরাপিউটিক অ্যান্টিবডিগুলির থেকে সম্পূর্ণভাবে আলাদা হিউম্যান অ্যান্টিবডি । এই অ্যান্টিবডি সাধারণত হিউম্যানাইজ়ড হওয়ার আগে অন্যান্য প্রজাতির মধ্যে বিকাশ লাভ করে যাতে এই অ্যান্টিবডিগুলি পরে মানুষের শরীরে প্রবেশ করানো যেতে পারে । এই আবিষ্কারের ফলে কোরোনা চিকিৎসা বা কোরোনা প্রতিরোধের জন্য সম্পূর্ণ হিউম্যান অ্যান্টিবডি বিকাশের দিকে একাধাপ এগোনো গিয়েছে । ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট অধ্যাপক ও গবেষণার প্রধান ডঃ বেরেন্ড-জ্যান বশ বলেন, 2002-2003 সালে যে SARS-CoV ভাইরাস দেখা দিয়েছিল, তার জন্য সেসময় অ্যান্টিবডি তৈরির বিষয়ে তাঁদের দল কাজ করেছিলেন ।

তিনি আরও বলেন, "SARS-CoV-র অ্যান্টিবডির কালেকশনকে ব্যবহার করে আমরা এমন একটি অ্যান্টিবডি শনাক্ত করেছি, যা কালচার্ড কোষগুলিতে ভাইরাসের সংক্রমণকে প্রশমিত করে দেয় । এই নিরপেক্ষ অ্যান্টিবডি সংক্রমিত রোগীকে সুরক্ষা দেয় ।" ডঃ বশ বলেন, এই অ্যান্টিবডি SARS-CoV ও SARS-CoV2 উভয় ভাইরাসের মধ্যেই সংরক্ষিত একটি অংশের সঙ্গে যুক্ত রয়েছে । এই অ্যান্টিবডিটি উভয় ভাইরাসকেই প্রশমিত করতে সক্ষম ।

ডঃ বশ বলেন, "অ্যান্টিবডিগুলির এই ক্রস নিউট্রালাইজ়িং বৈশিষ্ট্যটি উত্তেজনাপূর্ণ অর্থাৎ সক্রিয় ও এটির ফলে ভবিষ্যতে কোরোনা ভাইরাসের ফলে তৈরি রোগগুলোকে প্রশমিত করা যেতে পারে ।" হারবার বায়োমেডের প্রতিষ্ঠাতা চিফ সায়েন্টিফিক অফিসার ফ্র্যাঙ্ক গ্রসভেল্ড বলেন, এই আবিষ্কার অ্যান্টিবডি চিহ্নিত করতে ও সম্ভাব্য কোরোনা চিকিৎসায় অতিরিক্ত গবেষণার জন্য একটি শক্তিশালী ভিত তৈরি করে ।

তিনি আরও বলেন, "এই কাজে ব্যবহৃত অ্যান্টিবডিটি পুরোপুরি মানুষের মতো । এটি বিকাশ আরও দ্রুত এগিয়ে যেতে দেবে । প্রতিরোধ সম্পর্কিত পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা হ্রাস করে ।"

HBM-র প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও CEO ডঃ জিংসং বলেন, এটি একটি যুগান্তকারী গবেষণা । এই অ্যান্টিবডি মানুষের রোগের তীব্রতা থেকে রক্ষা করতে বা হ্রাস করতে পারে কিনা তা মূল্যায়নের জন্য আরও অনেক কাজ করা দরকার । এখানে উল্লেখ করা প্রয়োজন যে, এই আবিষ্কারটি এই রোগের চিকিৎসা বা প্রতিরোধের জন্য সম্পূর্ণ হিউম্যান অ্যন্টিবডি তৈরির দিকে প্রাথমিক পদক্ষেপ । বিশ্বব্যাপী 3.5 মিলিয়নেরও বেশি সংখ্যক মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছে ও 2.45 লাখ মানুষের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.