ETV Bharat / bharat

পঞ্জাবে কোরোনা ভাইরাসে আক্রান্ত 1, আজ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

author img

By

Published : Mar 7, 2020, 11:40 AM IST

Updated : Mar 7, 2020, 2:15 PM IST

কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পঞ্জাবের গুরুনানক দেব হাসপাতালে ভরতি এক ব্যক্তি ।

2 people from Jammu tested positive for Coronavirus
জম্মুতেও কোরোনা

দিল্লি, 7 মার্চ: দেশে কোরোনা ভাইরাসে আক্রান্ত হল আরও একজন । ওই ব্যক্তি পঞ্জাবের গুরুনানক দেব হাসপাতালে ভরতি । তিনি গত সপ্তাহেই ইট্যালি থেকে ফিরেছেন ।

এদিকে জম্মুতে কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভরতি করা হল দু'জনকে । তাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল ৷ 31 মার্চ পর্যন্ত জম্মু ও সাম্বা জেলার প্রতিটি প্রাইমারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সংক্রমণ ছড়ানোর ভয়ে আপাতত বন্ধ বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ৷

আজই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৈঠকে কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কী কী পদক্ষেপ করা উচিত, সেই বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে ৷

জম্মুতে আক্রান্ত ব্যক্তিদের GMC জম্মুতে বিশেষ বিভাগে রাখা হয়েছে, তাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল ৷ 31 মার্চ পর্যন্ত জম্মু ও সাম্বা জেলার প্রতিটি প্রাইমারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সংক্রমণ ছড়ানোর ভয়ে আপাতত বন্ধ বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ৷

পঞ্জাবে আক্রান্ত ব্যক্তি গত সপ্তাহেই ইট্যালি থেকে ফিরেছেন ৷ শুক্রবার তাকে কোরোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয় ৷ তার শারীরিক অবস্থাও আপাতত স্থিতিশীল ৷

অসমে 127 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা কোরোনা ভাইরাসে আক্রান্ত অ্যামেরিকার নাগরিকের সংস্পর্শে এসেছিলেন ৷ কাল ভুটান সরকারের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এক অ্যামেরিকান পর্যটক কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷

আক্রান্ত অ্যামেরিকান পর্যটক ভুটানে যাওয়ার আগে অসমে ঘুরতে এসেছিলেন ৷ তিনি অসমের জোরহাটে যে রিসর্টে ছিলেন, তা চিহ্নিত করা হয়েছে ৷ রিসর্টের কর্মীদের আলাদাভাবে রাখা হয়েছে ৷

জম্মুর মুখ্যসচিব রোহিত কানসাল টুইটে লেখেন, ‘‘দুই ব্যক্তিকে কোরোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ সংক্রমণ রুখতে সমস্ত নিয়ম মানা হচ্ছে ৷ জম্মু-কাশ্মীরের সব জায়গায় আপাতত বায়োমেট্রিক অ্যাটেনডেন্স 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ৷ বন্ধ থাকবে প্রাথমিক স্কুলগুলিও ৷ সমস্ত নাগরিকদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে ৷’’

Last Updated : Mar 7, 2020, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.