ETV Bharat / bharat

বাড়ল সময়সীমা, 14 এপ্রিল পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা

author img

By

Published : Mar 26, 2020, 8:09 PM IST

আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধের সময়সীমা বাড়ানো হল । আগামী 14 এপ্রিল পর্যন্ত বন্ধ সমস্ত আন্তর্জাতিক উড়ান ।

International Flights
আন্তর্জাতিক বিমান পরিষেবা

দিল্লি, 26 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে বাড়ল আন্তর্জাতিক উড়ান বন্ধের সময়সীমা। এই মুহূর্তে ২১ দিন লকডাউন গোটা দেশ । বন্ধ রেল, বিমান সহ সমস্ত গণপরিবহন পরিষেবা । সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা । এবার বাড়ল সময়সীমা । আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত আন্তর্জাতিক উড়ান ।

আজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে,আগেই এক সপ্তাহের জন্য (31 মার্চ পর্যন্ত) বিমান পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল । এবার সেই সময়সীমা বাড়ানো হল । তবে এই নির্দেশ পণ্যবাহী বিমান ও বিমান পরিবহন মন্ত্রকের অনুমোদিত বিশেষ বিমানগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয়।

কোরোনা সংক্রমণ এড়াতে বারবার ভিড় এড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে । বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে । এই পরিস্থিতিতে ট্রেন, বাস, মেট্রো, বিমান সহ যাবতীয় পরিবহন পরিষেবা বন্ধ রাখা হয়েছে । বিদেশ থেকে আসা লোকজনের মাধ্যমেও এই ভাইরাস প্রবল হারে সংক্রমিত হচ্ছে । দেশে এই মুহূর্তে 600 ছাড়িয়েছে কোরোনা সংক্রমিতের সংখ্যা । এর জেরে ইতিমধ্যেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে । এই মারণ ভাইরাসের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ বিমান শিল্প ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.