ETV Bharat / bharat

6 মাসের মধ্যে ধর্ষকদের ফাঁসি চাই, অনশনে বসছেন স্বাতী মালিওয়াল

author img

By

Published : Dec 2, 2019, 7:36 PM IST

Updated : Dec 2, 2019, 10:24 PM IST

Swati Maliwal
স্বাতী মালিওয়াল

ধর্ষকদের ফাঁসির দাবিতে অনশনে বসছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷ কাল সকাল 10টা থেকে তিনি যন্তর-মন্তরে অনশনে বসবেন ৷

দিল্লি, 2 ডিসেম্বর : হায়দরাবাদে যুবতি পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদ সরব দেশ ৷ এবার ধর্ষকদের ফাঁসির দাবিতে অনশনে বসছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ৷ কাল সকাল 10টা থেকে তিনি যন্তর-মন্তরে অনশনে বসবেন ৷

দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন আজ বলেন, বিচার শেষ করে ধর্ষকদের 6 মাসের মধ্যে ফাঁসি দিতে হবে ৷ কেন্দ্র যতক্ষণ না এই প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ অনশন চালিয়ে যাবেন তিনি ৷ পুলিশের দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে ৷

বুধবার(27 নভেম্বর) নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের এক পশু চিকিৎসক ৷ পরের দিন শামশাবাদ টোলপ্লাজ়ার কাছে যুবতির দগ্ধ দেহ উদ্ধার হয় । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধর্ষণের পর খুন করে পেট্রল ঢেলে যুবতির গায়ে আগুন দেয় ধৃতরা । CCTV ফুটেজ পরীক্ষা করার পর উঠে আসে আরও কিছু তথ্য ৷ শেষমেশ মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এই ইশুকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে । দোষীদের ফাঁসির দাবিতে সুর চড়াচ্ছেন সকলেই । উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ ।

New Delhi, Dec 02 (ANI): Vijila Sathyananth, AIADMK MP, Congress' Amee Yajnik expressed their anger over the recent crimes against women across India. "The country is not safe for children and women. 4 people who committed this crime should be hanged till death before Dec 31. A fast track court should be set up. Justice delayed is justice denied," said Vijila Sathyananth. Congress' Amee Yajnik added, "I request all the systems, judiciary, legislative, executive and other systems to come together to see that a social reformation takes place. This should be on emergency basis."
Last Updated :Dec 2, 2019, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.