ETV Bharat / bharat

সচিন, লতাদের টুইট করতে বলা উচিত হয়নি সরকারের; মন্তব্য রাজ ঠাকরের

author img

By

Published : Feb 7, 2021, 11:42 AM IST

সচিন-লতা-অক্ষয়দের টুইটের পর অনুরাগীরা খড়্গহস্ত ৷ ভক্তদের একাংশের অভিযোগ, বিজেপি সরকারকে সমর্থন করতেই মাঠে নেমেছেন তারাকারা ৷ এবার সুর চড়ালেন রাজ ঠাকরে ৷

central-govt-shouldnt-have-asked-sachin-tendulkar-lata-mangeshkar-to-tweet-in-their-support-
central-govt-shouldnt-have-asked-sachin-tendulkar-lata-mangeshkar-to-tweet-in-their-support-

মুম্বই, 7 ফেব্রুয়ারি : সচিন তেণ্ডুলকর, লতা মঙ্গেশকরের মতো ব্যক্তিত্বদের সম্মানকে নিলামে চড়িয়ে সরকারকে সমর্থন করতে বলে ঠিক করেনি কেন্দ্রীয় সরকার ৷ কৃষক আন্দোলন ইশুতে রিটুইট প্রসঙ্গে বললেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনা-র প্রধান রাজ ঠাকরে ৷

কেন্দ্রের নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত তিন মাস ধরে কৃষক বিক্ষোভ চলছে দিল্লি সীমান্তে ৷ সম্প্রতি কৃষক বিক্ষোভকে সমর্থন করে টুইট করেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, পপ তারকা রিয়ানা, পর্নস্টার মিয়া খালিফার মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা ৷ এরপর 'শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন'কে সমর্থন করে মন্তব্য করে অ্যামেরিকা ৷ অপরপক্ষে বিদেশি তারকাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো পছন্দ করেনি ভারতের বিদেশ মন্ত্রক ৷ এই বিষয়ে কড়া বার্তা দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে ৷ একই কথা বলে টুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এরপরই 'ঐক্যবদ্ধভারত' হ্যাশট্যাগে টুইট করেন দেশের বহু ক্রিকেটার ও বলিউড তারকা ৷ যার মধ্যে ছিলেন সচিন, লতা, অক্ষয়কুমারদের মতো ব্যক্তিত্বরাও ৷ তাঁদের মতে, 'দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধানে ভারত সক্ষম' ৷ যদিও সেই টুইটে মিশ্র প্রতিক্রিয়া হয় ৷ সচিন-লতা-অক্ষয়দের অনুরাগীরা খড়্গহস্ত হয় তারকাদের উপর ৷ ভক্তদের একাংশের অভিযোগ, বিজেপি সরকারকে সমর্থন করতেই মাঠে নেমেছেন তারাকারা ৷ এবার ঘুরিয়ে একই অভিযোগ করলেন রাজ ঠাকরে ৷

রাজ ঠাকরের কথায়, "সরকার সচিন, লতাদের মতো বড় ব্যক্তিত্বদের খ্যাতি, সম্মানকে নিলামে চড়িয়ে সরকারকে সমর্থন করতে বলে ঠিক করেনি ৷ এদের মধ্যে অনেকেই ভারতরত্ন ৷ "

আরও খবর : ভেবেচিন্তে কথা বলুন, সচিনকে পরামর্শ পাওয়ারের

এইসঙ্গে অক্ষয়কুমারকে কটাক্ষ করে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা-র সভপতি বলেন, "অক্ষয় কুমারের মতো অভিনেতাই এই কাজের জন্য যথেষ্ট ৷"

এদিকে একই বিষয়ে সচিন তেণ্ডুলকরকে ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ তিনি বলেন, "সচিনকে আমি পরামর্শ দেব, ক্রিকেটের বাইরের বিষয়ে কথা বললে যেন আরও বেশি সতর্ক হয়ে কথা বলেন ।"

কৃষক আন্দোলনে খলিস্তানি যোগ প্রসঙ্গেও কেন্দ্রের নিন্দা করেন পাওয়ার । তাঁর কথায়, "অভিযোগ উঠছে যাঁদের বিরুদ্ধে তাঁরা এদেশের অন্নদাতা কৃষক । তাঁদের খলিস্তানি কিংবা সন্ত্রাসবাদী বলা একেবারেই উচিত নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.