ETV Bharat / bharat

কৃষি আইন প্রত্যাহার না করলে খেলরত্ন ফেরাবেন বক্সার বিজেন্দ্র সিং

author img

By

Published : Dec 6, 2020, 7:11 PM IST

boxer-vijender-singh-joins-protesting-farmers-says-will-return-rajiv-gandhi-khel-ratna
কৃষক আন্দোলনের মঞ্চে বক্সার বিজেন্দ্র সিং, খেলরত্ন সম্মান ফেরানোর ঘোষণা

ইতিমধ্যেই কৃষি আইনের প্রতিবাদে পদ্মবিভূষণ সম্মান ফিরিয়েছেন প্রকাশ সিং বাদল । আর কৃষি আইন প্রত্যাহার করা না হলে রাজীব গান্ধি খেলরত্ন সম্মান ফেরাবেন বলে জানান বিজেন্দর সিং ।

দিল্লি, 6 ডিসেম্বর : কৃষকদের পাশে দাঁড়ালেন বক্সার বিজেন্দ্র সিং ৷ সঙ্গে জানালেন, কেন্দ্রীয় সরকার এই "কালো আইন" প্রত্যাহার না করলে তিনি রাজীব গান্ধি খেলরত্ন সম্মান ফিরিয়ে দেবেন ৷ আজ কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাঁদের সহানুভূতি জানাতে দিল্লির সিঙ্ঘু সীমানায় যান তিনি ৷

শুধু বিজেন্দ্র নন, পঞ্জাবের আরও পাঁচ প্রাক্তন খেলোয়াড় আজ সিঙ্ঘু সীমানায় যান ৷ তাঁদের মধ্য়ে ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত হকি খেলোয়াড় রাজবীর কৌর এবং গুরমেল সিং, প্রাক্তন কুস্তিগির করতার সিং, প্রাক্তন বক্সার জয়পাল সিং এবং ধ্য়ানচাঁদ সম্মানপ্রাপ্ত অজিত সিং । শনিবার করতার সিং জানিয়েছিলেন, সজ্জন সিং চিমার সহ বহু প্রাক্তন খেলোয়াড় কৃষকদের সঙ্গে রয়েছেন ৷ তবে, শারীরিক অসুস্থতার কারণে তাঁরা বিক্ষোভ মঞ্চে যেতে পারবেন না ৷ অন্য়দিকে প্রাক্তন হকি খেলোয়াড় রাজবীর কৌর জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁদের প্রাপ্ত পুরস্কার ফিরিয়ে দিতে চান ৷

আরও পড়ুন : কৃষি আইন সংশোধনে রাজি হতে পারে কেন্দ্র : সূত্র

10 অক্টোবর কৃষক সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে ষষ্ঠবারের জন্য় আলোচনায় বসতে চলেছে কেন্দ্রীয় সরকার । তার আগে কৃষি আইন বাতিলের দাবিতে 8 ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে একাধিক কৃষক সংগঠন ৷

আরও পড়ুন : কৃষকদের আন্দোলন ও ভারত বনধের সমর্থনে মেডিকেল পড়ুয়ারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.