ETV Bharat / bharat

গালওয়ান নদীর তীরে PLA-র কালো ছাউনি, ধরা পড়ল স্যাটেলাইটে

author img

By

Published : Jun 28, 2020, 9:32 AM IST

Black Tarpaulins Seen On Galwan River-Bend, 16 Chinese Camps Near LAC
গালওয়ান নদীর তীরে PLA - র কালো ছাউনি , ছবি ধরা পড়ল স্যাটালাইটে

সীমান্তে শক্তি বাড়াচ্ছে চিন ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার থেকে মাত্র 9 কিলোমিটারের মধ্যেই গালওয়ান নদীর তীরে চিনা সেনার ছাউনি ৷ ছবি ধরা পড়ল স্যাটেলাইটে ৷

দিল্লি, 28 জুন : গালওয়ান নদীর তীরে দেখা গেল কালো ছাউনি ৷ 16 টি চিনা ক্যাম্প ৷ ছবি ধরা পড়ল স্যাটেলাইটে ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে ৷ এই স্যাটেলাইট ছবির থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাশে চিনের উপস্থিতি ভালোভাবে অনুভব করা সম্ভব ৷

জানা গেছে, চিনের পিপলস লিবারেশন আর্মির সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মাত্র 9 কিলোমিটারের মধ্যেই প্রায় 16 টি ছাউনি করে রয়েছে ৷ এই ছবি থেকেই স্পষ্ট , চিন ওই এলাকা পুরোপুরিভাবে খালি করেনি ৷ উলটে, সীমান্তে শক্তি বাড়াচ্ছে তারা ৷ যদিও 22 জুন দু'দেশের সেনার লেফটেন্যান্ট জেনেরালদের মধ্যে বৈঠক হয় ৷ আলোচনায় ভারত ও চিন উভয়ই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাশের এলাকা থেকে সেনা অপসারণে একমত হয় ৷

এই স্যাটেলাইট ছবিগুলি 25 ও 26 জুন প্ল্যানেট ল্যাবস থেকে পাওয়া যায় ৷ অন্যদিকে, গালওয়ান নদীর ধারে ভারতীয় সেনাদের কোনও ক্যাম্পের ছবি পাওয়া যায়নি ৷ দুর্বুক-দৌলত বেগ ওলডি হাইওয়ে থেকে চিনা সেনার ক্যাম্প মাত্র 6 কিলোমিটার দূরত্বে ৷ এই হাইওয়ে দিয়েই পৌঁছানো যায় কারাকোরাম পাস ৷ এই পাস ভারতীয় সেনার কাছে গেটওয়ের মতো ৷ যা দিয়ে আকসাই চিনের উপর নজর রাখতে পারে ভারতীয় সেনা ৷ এই হাইওয়েটি ছাড়া অন্য সব রাস্তাগুলি পাহাড়ের অত্যাধিক উঁচুতে হওয়ায় শীতকালে বরফে ঢাকা থাকে ৷

এবিষয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি বলেন, সীমান্তে স্থিতাবস্থা বদলানোর চেষ্টা করছে চিন । যার ফলে শুধু সীমান্তের শান্তি বিঘ্নিত হবে না, দুই দেশের সীমান্ত সম্পর্কেও এর প্রভাব পড়বে । চিনের উদ্দেশ তাঁর বক্তব্য, পূর্ব লাদাখে নিজেদের কার্যকলাপ বন্ধ করতে হবে চিনকে ।

বিগত কয়েক সপ্তাহ ধরে চিনা সেনা সুখোই-30 এবং বোমারু বিমানের মতো বিভিন্ন শক্তিশালী যুদ্ধবিমান সীমান্তে নিয়ে আসছে । ভারতীয় সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে এই বিমানগুলির ওড়ার প্রমাণ মিলেছে । সূত্রের খবর , ভারত একটি বন্ধু দেশের তরফ থেকে দ্রুত শক্তিশালী বায়ু প্রতিরক্ষা সিস্টেম আনতে চলেছে, যা সীমান্তে যেকোনও শত্রুপক্ষকে প্রবেশে বাধা দেবে ।

সূত্র অনুযায়ী, চিনা হেলিকপ্টারগুলিকে LAC-র বিভিন্ন অঞ্চলের খুব কাছ দিয়ে উড়তে দেখা গেছে । এর মধ্যে দৌলত বেগ ওলডি সেক্টর, প্যাট্রোলিং পয়েন্ট 14-র কাছে গালওয়ান উপত্যকা, প্যাট্রোলিং পয়েন্ট 15, প্যাট্রোলিং পয়েন্ট 17 ও 17 - এ উষ্ণ প্রস্রবণ এলাকার পাশাপাশি প্যাংগং ও ফিঙ্গার এলাকায় হেলিকপ্টারগুলিকে উড়তে দেখা গেছে । ফিঙ্গার 3 এলাকায় সীমান্তের আরও কাছ দিয়ে টহল দিচ্ছে চিনের হেলিকপ্টারগুলি ।

ভারতের তরফ থেকে আকাশ মিজ়াইলের মতো দ্রুত প্রতিক্রিয়ার বায়ু প্রতিরক্ষা মিজ়াইল সীমান্তে পাঠানো হয়েছে । এই মিজ়াইলগুলি কয়েক সেকেন্ডের মধ্যে ড্রোন ও দ্রুতগতির যুদ্ধবিমানকে ধ্বংস করতে সক্ষম । উচ্চ পার্বত্য এলাকায় পৌঁছানোর জন্য ইতিমধ্যেই পরিবর্তন আনা হয়েছে মিজ়াইলগুলিতে । পূর্ব লাদাখ এলাকায় ভারতীয় যুদ্ধবিমানগুলিও সক্রিয়ভাবে ওঠানামা করছে ।

15 জুন ভারত - চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দু'দেশের মধ্যে সংঘর্ষ হয় ৷ তাতে ভারতের এক কর্নেল সহ 20 জন জওয়ান শহিদ হন ৷ সূত্রের খবর, চিনের একজন কমান্ডার অফিসারসহ 45 জন চিনা সেনা হতাহত হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.