ETV Bharat / bharat

বলিউডে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরব রূপা, সংসদের বাইরে বিক্ষোভ

author img

By

Published : Sep 21, 2020, 5:13 PM IST

Aa
Aa

BJP সাংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় আজ অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খোলেন । বলিউডকে আক্রমণ করে তাঁর মত, বলি মহলে মহিলাদের দীর্ঘদিন ধরে অসম্মান করা হয় ।

দিল্লি, 21 সেপ্টেম্বর : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে এবার প্রতিবাদের সুর চড়ালেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় । ঘটনার তীব্র নিন্দা করেন তিনি । মুম্বই পুলিশকেও কাঠগড়ায় তুলতে ছাড়েননি অভিনেত্রী তথা BJP সাংসদ ।

বলেন, "মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি মানুষকে মেরে ফেলছে । নেশাগ্রস্ত করে তুলছে । মহিলাদের অপমান করছে । কিন্তু এগুলির বিরুদ্ধে কেউ কোনও পদক্ষেপ করছে না । মুম্বই পুলিশ চুপ ।" বলিউডে যৌন হেনস্থার অভিযোগগুলির সঠিক তদন্তের পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানান রূপা । সংসদের বাইরে গান্ধিমূর্তির পাদদেশে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভও দেখান তিনি । প্ল্যাকার্ডে লেখা, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি আর কত মেয়ের ইজ্জত নেবে ?

বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন অভিনেত্রী পায়েল ঘোষ । যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন অনুরাগ ।

যৌন হেনস্থার এই বিষয়টি নিয়ে লোকসভার অন্দরেও তোলপাড় হয় । তবে অনুরাগের পাশে দাঁড়িয়েছেন অনুভব সিনহা, তিসকা চোপড়া , সুরভিন চাওলাসহ বলি মহলের একাংশ । অনুরাগের হয়ে মুখ খুলেছেন তাঁর প্রথম পক্ষের স্ত্রী আরতি বাজাজও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.